TRENDING:

জিও-কে হারাতে এবার বিএসএনএলের নতুন তিনটি প্ল্যান

Last Updated:

৩৩৩ ও ৩৯৫ টাকার মধ্যে তিনটি নতুন প্ল্যান নিয়ে এল রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি বিএসএনএল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: জিও-র ‘ডেটাগিরি’র সঙ্গে তাল মেলাতে এবার আকর্ষণীয় নতুন ডেটা প্ল্যান নিয়ে হাজির বিএসএনএল ৷ টেলিকম ব্যবসায় ফ্রি ডেটা ও ফ্রি কলের অফার দিয়ে বিপ্লব এনেছিল রিলায়েন্স জিও ৷ গ্রাহক টানতে জিও-এর সঙ্গে প্রতিযোগিতায় একের পর এক আকর্ষণীয় অফার লঞ্চ করেছে বিভিন্ন টেলিকম সংস্থা ৷ এবার সেই পথেই হাঁটল বিএসএনএল ৷
advertisement

৩৩৩ ও ৩৯৫ টাকার মধ্যে তিনটি নতুন প্ল্যান নিয়ে এল রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি বিএসএনএল ৷ যাতে প্রত্যেক দিন ৩ জিবি ডেটার সঙ্গে মিলবে ফ্রি ভয়েস কলিংয়ের পরিষেবা ৷ এই প্ল্যানগুলির নাম দেওয়া হয়েছে ‘খোল কে বোল’, ‘নহলে পে দোহলা’, ‘ট্রিপল এস’।

সংস্থার তরফে এটি বিবৃতিতে জানানো হয়েছে ৩৩৩ টাকার অফারে প্রতিদিন ৩ জিবি ৩ জি ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।এই প্যাকের বৈধতা ৯০ দিন। অথার্ৎ ৩৩৩ টাকায় ২৭০ জিবি হাই স্পিড ৩জি ডেটা ব্যবহার করতে পারবে গ্রাহকরা ৷ মাত্র ১.২৩ টাকায় মিলবে ১ জিবি ডেটা ৷

advertisement

দিল খোল কে বোল প্ল্যানে রিচার্জ করতে হবে ৩৪৯ টাকার ৷ এতে গ্রাহক প্রতিদিন ২ জিবি ৩জি ডেটার সঙ্গে পাবেন আনলিমিটেড এসটিডি ও আইএসডি কলের সুযোগ।

অন্যদিকে, ‘নহলে পে দোহলা’ অফারের সুবিধা পেতে ৩৯৫ টাকা রিচার্জ করতে হবে। বিএসএনএল নেটওয়ার্কে ৩,০০০ মিনিট ও অন্য নেটওয়ার্কে ১,৮০০ মিনিট কল টাইম ছাড়াও পাবেন দিনে ৩ জি স্পিডে ২ জিবি ডেটা। এই অফারের বৈধতা ৭১ দিন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পাশাপাশি ৩৩৯ টাকার প্ল্যানে পরিবর্তন এনেছে সংস্থা ৷ এই অফারে ২জিবি-র বদলে ৩ জিবি দেবে বিএসএনএল

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
জিও-কে হারাতে এবার বিএসএনএলের নতুন তিনটি প্ল্যান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল