৩৩৩ ও ৩৯৫ টাকার মধ্যে তিনটি নতুন প্ল্যান নিয়ে এল রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি বিএসএনএল ৷ যাতে প্রত্যেক দিন ৩ জিবি ডেটার সঙ্গে মিলবে ফ্রি ভয়েস কলিংয়ের পরিষেবা ৷ এই প্ল্যানগুলির নাম দেওয়া হয়েছে ‘খোল কে বোল’, ‘নহলে পে দোহলা’, ‘ট্রিপল এস’।
সংস্থার তরফে এটি বিবৃতিতে জানানো হয়েছে ৩৩৩ টাকার অফারে প্রতিদিন ৩ জিবি ৩ জি ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।এই প্যাকের বৈধতা ৯০ দিন। অথার্ৎ ৩৩৩ টাকায় ২৭০ জিবি হাই স্পিড ৩জি ডেটা ব্যবহার করতে পারবে গ্রাহকরা ৷ মাত্র ১.২৩ টাকায় মিলবে ১ জিবি ডেটা ৷
advertisement
দিল খোল কে বোল প্ল্যানে রিচার্জ করতে হবে ৩৪৯ টাকার ৷ এতে গ্রাহক প্রতিদিন ২ জিবি ৩জি ডেটার সঙ্গে পাবেন আনলিমিটেড এসটিডি ও আইএসডি কলের সুযোগ।
অন্যদিকে, ‘নহলে পে দোহলা’ অফারের সুবিধা পেতে ৩৯৫ টাকা রিচার্জ করতে হবে। বিএসএনএল নেটওয়ার্কে ৩,০০০ মিনিট ও অন্য নেটওয়ার্কে ১,৮০০ মিনিট কল টাইম ছাড়াও পাবেন দিনে ৩ জি স্পিডে ২ জিবি ডেটা। এই অফারের বৈধতা ৭১ দিন।
পাশাপাশি ৩৩৯ টাকার প্ল্যানে পরিবর্তন এনেছে সংস্থা ৷ এই অফারে ২জিবি-র বদলে ৩ জিবি দেবে বিএসএনএল