৩জিবি ডেটার পাশাপাশি গ্রাহকরা সমস্ত নেটওয়ার্কে বিনামূল্যে আনলিমিটেড কল করার সুবিধা পাবেন ৷ এছাড়া Eros Now এন্টারটেনমেন্ট সার্ভিসের সাবস্ক্রিপশন পেয়ে যাবেন ৷ ৭৮ টাকার এই প্ল্যানের ভ্যালিডিটি ৮ দিনের ৷
এছাড়া সম্প্রতি BSNL তাদের 300GB CS337 প্ল্যান সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে ৷ প্ল্যানটি জুন মাসে শেষ হয়ে যাওয়ার কথা ছিল ৷ এই প্ল্যানে ব্যবহারকারীরা 40Mbps স্পিডে 300GB ডেটা পেয়ে যাবেন ৷ সংস্থা তাদের ৪৯৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যান ৯ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে ৷ ১০ জুন এই প্ল্যান শেষ হওয়ার কথা ছিল ৷ কিন্তু গ্রাহকদের মধ্যে এর বাড়তি চাহিদা দেখে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
advertisement
Location :
First Published :
June 07, 2020 10:42 PM IST
