সরকারি টেলিকম কোম্পানি Bharat Sanchar Nigam Limited (BSNL) প্রতিনিয়ত নিত্যনতুন দারুণ দারুণ অফার এবং পরিষেবা প্রদান করছে। তাঁদের নয়া উদ্যোগের অধীনে ব্যবহারকারীরা এখন থেকে BSNL SIM ঘরে বসেই অর্ডার করতে পারবেন। আর সেটা বাড়িতে বসেই ডেলিভারিও পেয়ে যাবেন।
আরও পড়ুন- এবার কি বাইক, স্কুটার থাকলেও দিতে হবে টোল ট্যাক্স? বড় সিদ্ধান্তের কথা জানাল কেন্দ্র
advertisement
হায়দরাবাদে 5G সার্ভিস-এর সফট লঞ্চের পরেই এই ফেসিলিটি চালু করেছে সংস্থাটি। SIM ডেলিভারিকে আরও সহজ করে তুলতে কোম্পানির তরফে একটি নতুন ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে। যেখানে বাড়িতে বসে সহজেই নতুন SIM কার্ডের জন্য রিকুয়েস্ট বা আবেদন করতে পারবেন গ্রাহকরা। কীভাবে এর মাধ্যমে BSNL SIM অর্ডার দেওয়া যাবে, সেটাই জেনে নেওয়া যাক বিশদে।
ওয়েবসাইটে Self KYC ফেসিলিটি:
সাম্প্রতিক আপডেট অনুযায়ী, BSNL ওয়েবসাইটের মাধ্যমেই গ্রাহকরা এবার থেকে KYC (Know Your Customer) প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। একটি SIM কার্ড অর্ডার করার জন্য ব্যবহারকারীদের https://sancharaadhaar.bsnl.co.in/BSNLSKYC/ লিঙ্কে যেতে হবে এবং তারপর KYC পদক্ষেপ অনুসরণ করতে হবে।
প্রিপেড এবং পোস্টপেড কানেকশন উভয় ক্ষেত্রেই মিলবে এই পরিষেবা। ব্যবহারকারীদের নিজেদের PIN কোড, নাম এবং বিকল্প মোবাইল নম্বর এন্টার করতে হবে। এমনকী গ্রাহকরা নিজেদের জন্য, পরিবারের সদস্য কিংবা বন্ধুদের জন্য নতুন SIM অর্ডার করতে পারবেন।
সহায়তার জন্য হেল্পলাইন নম্বর:
নিজের সমস্ত তথ্য সাবমিট করার পর ব্যবহারকারীদের দেওয়া অপশনাল মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। প্রক্রিয়া চলাকালীন যে কোনও প্রশ্ন থাকলে অথবা সমস্যা এলে ব্যবহারকারীদের এই হেল্পলাইন নম্বর 1800-180-1503-এ যোগাযোগ করার নির্দেশ দিচ্ছে BSNL।
নতুন এই উদ্যোগ BSNL-এর জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আসলে এই সংস্থা গোটা দেশ জুড়ে 4G এবং 5G নেটওয়ার্ক এক্সপ্যান্ড করছে। সংস্থার লক্ষ্য হল – জুন ২০২৫-এর শেষে ১ লক্ষ 4G সাইট কমিশন করা। আর শীঘ্রই মোবাইল ব্যবহারকারীদের জন্য 5G পরিষেবা লঞ্চ করার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্ট সংস্থার।
সম্প্রতি বাছাই করা কিছু শহরে তারা Q-5G FWA সার্ভিস লঞ্চ করেছে। খুব শীঘ্রই অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়বে এই পরিষেবা। এর দাম শুরু হচ্ছে মাসিক ৯৯৯ টাকা থেকে। আর এটি ১০০ এমবিপিএস স্পিড অফার করে। বলে রাখা ভাল যে, BSNL-এর রিচার্জ প্ল্যান অন্যান্য বেসরকারি টেলিকম পরিষেবা প্রদানকারীদের তুলনায় অনেকটাই সস্তা। যার জেরে BSNL SIM কার্ডের চাহিদাও বাড়ছে।