জুলাই মাসে BSNL-এর তরফে এই একই প্ল্যান লঞ্চ করা হয়েছিল সীমিত সময়ের জন্য। ভারত সরকারের অধীনস্থ টেলিকম কোম্পানি BSNL মূলত নিজেদের হারানো বাজার পুনরায় দখলের জন্য নিয়ে এসেছে এই নতুন অফার। শুধু তা-ই নয়, BSNL আবার তাদের বাজার দখল করার জন্য লঞ্চ করতে চলেছে সস্তার টকটাইম প্ল্যান, ইন্টারনেট প্ল্যান এবং বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফারও।
advertisement
BSNL-এর নতুন ফাইবার ব্রডব্যান্ড প্ল্যানে ৩০ এমবিপিএস স্পিড পাওয়া যাবে ১০০০ জিবি অবধি। ১০০০ জিবি ব্যবহারের পর সেই স্পিড কমিয়ে করা হবে ২ এমবিপিএস। BSNL এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, 'ফাইবার এক্সপেরিয়েন্স ৩৯৯' এই প্ল্যানটি এক্সপায়ার হয়ে গেলে, অটোমেটিক ভাবে সেটি ৪৯৯ টাকার ফাইবার বেসিক ব্রডব্যান্ড প্ল্যানে পরিবর্তিত হয়ে যাবে।
BSNL-এর এই প্ল্যানে অন্যান্য যে কোনও নেটওয়ার্কে কোনও চার্জ ছাড়াই আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে। এ ছাড়াও ব্যবহারকারীরা এই প্ল্যানে আনলিমিটেড ২ শতাংশ রিওয়ার্ড পয়েন্টের সুবিধা পাবে Amazon Pay এবং ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে। ৩৯৯ টাকার এই প্ল্যানটি পাওয়া যাবে তামিলনাড়ু, গুজরাত, তেলঙ্গানা এবং কেরলে।
আরও পড়ুন- দিওয়ালির জন্য WhatsApp নিয়ে এল নতুন স্টিকার; কীভাবে ডাউনলোড করতে হবে জেনে নিন
BSNL-এর নতুন ফাইবার বেসিক প্ল্যান পাওয়া যাবে মাত্র ৪৯৯ টাকায়। এতে ৩০ এমবিপিএস ডাউনলোড স্পিড পাওয়া যাবে ৩.৩ টিবি ডেটা অবধি। এ ছাড়াও BSNL-এর অন্যান্য বিভিন্ন ধরনের ফাইবার ব্রডব্যান্ড প্ল্যান রয়েছে। ভারত ফাইবার সুপারস্টার প্রিমিয়াম ১ প্ল্যান। ৭৪৯ টাকার এই প্ল্যানে ১০০ এমবিপিএস ডাউনলোড স্পিড পাওয়া যাবে ১০০ জিবি ডেটা অবধি।
ভারত ফাইবার সুপারস্টার প্রিমিয়াম ২ প্ল্যান পাওয়া যাবে ৯৪৯ টাকায়। এতে ১৫০ এমবিপিএস ডাউনলোড স্পিড পাওয়া যাবে ২০০ জিবি ডেটা অবধি। এই দু’টি প্ল্যানেই রয়েছে ফ্রি ওটিটি সাবস্ক্রিপশনের সুবিধা। এই তালিকায় থাকছে-- SonyLIV Premium, Voot Select, Yupp TV Live ইত্যাদি। BSNL-এর এই দু’টি প্ল্যানের সুবিধা ভারতের সব জায়গায় পাওয়া যাবে, শুধুমাত্র আন্দামান এবং নিকোবর ছাড়া। এ ছাড়াও BSNL-এর এই নতুন ফাইবার ব্রডব্যান্ড প্ল্যানে রয়েছে আরও বিভিন্ন ধরনের আকর্ষণীয় সব সুবিধা।