TRENDING:

বিলাসবহুল গাড়ি কিনলেন কঙ্গনা রানাউত; বলিউডের ‘ক্যুইন’ এখন চর্চায়

Last Updated:

Kangana Ranaut buys new car: অভিনেত্রী কঙ্গনা রানাউতের গাড়ির কালেকশনে নতুন সংযোজন হয়েছে। আসলে কঙ্গনা কিনেছেন কোটি টাকার Mercedes-Maybach GLS 600 4Matic। জেনে নিন এই বিলাসবহুল গাড়ির বিশেষত্ব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বি-টাউনের ‘ক্যুইন’ তিনি। সম্প্রতি পা রেখেছেন রাজনীতির ময়দানেও। সব সময়েই খবরের শিরোনামে থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। বর্তমানে তিনি মান্ডি লোকসভা আসন থেকে বিজেপির সাংসদ পদপ্রার্থী।
advertisement

প্রায় প্রতিদিনই তাঁর রাজনৈতিক বক্তব্য প্রকাশ্যে আসছে। আবার এর মধ্যেই চর্চার কেন্দ্রবিন্দুতে তিনি। কারণ অভিনেত্রীর গাড়ির কালেকশনে যে নতুন সংযোজন হয়েছে। আসলে কঙ্গনা কিনেছেন কোটি টাকার Mercedes-Maybach GLS 600 4Matic।

আরও পড়ুন- বাইক থামাতে আগে ক্লাচ চাপবেন নাকি ব্রেক? ৯৯% মানুষ সঠিক পদ্ধতি জানেন না

সম্প্রতি পাপারাৎজিরা মুম্বইয়ের অভিনেত্রীকে তাঁর নতুন বিলাসবহুল এসইউভি-তে দেখেছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এটি অভিনেত্রীর দ্বিতীয় Maybach। যা তাঁর সংস্থা মণিকর্ণিকা ফিল্মস প্রোডাকশনের নামে রেজিস্টার্ড রয়েছে।

advertisement

যদিও কঙ্গনা ছাড়াও রণবীর সিং, কৃতি স্যানন, অজয় ​​দেবগন, দীপিকা পাড়ুকোন, রাম চরণ, নয়নতারা-সহ বি-টাউনের আরও অনেক তারকার কাছেই রয়েছে জিএলএস 600।

বলে রাখা ভাল যে, Mercedes-Maybach GLS 600 4Matic-এর প্রারম্ভিক মূল্য ২.৯৬ কোটি টাকা। এতে রয়েছে ৪ লিটার V8 পেট্রোল ইঞ্জিন। এর সঙ্গে ৪৮ভি স্টার্টার-জেনারেটর সিস্টেমও রয়েছে। এই ইঞ্জিনটি ৫৫০ বিএইচপি শক্তি এবং ৭৩০ এনএম টর্ক জেনারেট করে।

advertisement

আরও পড়ুন- Delete করে দিয়েছেন ? তারপরও এই ভাবে আপনার করা WhatsApp দেখতে পাবেন অন্যরা

একই সময়ে ৪৮ভি স্টার্টার-জেনারেটর সিস্টেম অতিরিক্ত ২২ বিএইচপি শক্তি এবং ২৫০ এনএম টর্ক প্রদান করে।

Mercedes-Benz-এর মতে, GLS 600 মাত্র ৪.৯ সেকেন্ডে ০ থেকে ১০০ kmph গতিবেগ তুলতে পারে এবং এর সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ২৫০ কিলোমিটার। এগুলি ছাড়াও রিপোর্ট অনুযায়ী কঙ্গনার আরও অনেক গাড়ি রয়েছে। এর মধ্যে অন্যতম হল – Mercedes-Maybach S680 এবং BMW 7-series 730LD।

advertisement

Mercedes-Maybach S680-এর দাম ৩.৪৩ কোটি টাকা (এক্স-শোরুম)। এটিতে একটি ৫৯৮০ সিসি ইঞ্জিন রয়েছে। যার মধ্যে ৯-স্পিড স্বয়ংক্রিয় ট্রান্সমিশন রয়েছে। এই ইঞ্জিন ৬০৩.৪৬ বিএইচপি শক্তি এবং ৯০০ এনএম টর্ক জেনারেট করে। কঙ্গনার একটি পুরনো প্রজন্মের BMW 7-Series 730LD রয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ভারতে এই BMW ফ্ল্যাগশিপ সেডানের সর্বশেষ রেকর্ড মূল্য ছিল ১.৪৫ কোটি টাকা (এক্স-শোরুম)। এটিতে একটি ৩.০ লিটার টার্বো ডিজেল ইঞ্জিন ছিল। যা একটি ৮-স্পিড স্বয়ংক্রিয় গিয়ারবক্স-সহ ২৬২ বিএইচপি এবং ৬২০ এনএম শক্তি উৎপন্ন করে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
বিলাসবহুল গাড়ি কিনলেন কঙ্গনা রানাউত; বলিউডের ‘ক্যুইন’ এখন চর্চায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল