অ্যাপটির নাম Bluetooth Walkie Talkie। কোনও রকম রিচার্জ ছাড়া আজীবন ফ্রি-কলিংয়ের সুবিধা পেতে চাইলে প্লে স্টোর থেকে সহজেই ডাউনলোড করে নিতে হবে অ্যাপটি। জেনে নেওয়া যাক, এই অ্যাপটি ব্যবহার করার উপায়।
কীভাবে Bluetooth Walkie Talkie ব্যবহার করা যাবে?
স্মার্টফোনে Bluetooth Walkie Talkie অ্যাপ ইনস্টল করার পরে এখানে গ্রাহককে ওয়াইফাই এবং রিফ্রেশ করার জন্য ২টি বিকল্প দেখানো হবে।
advertisement
এই অ্যাপটির পরিষেবার সুবিধা লাভ করতে চাইলে যাঁর সঙ্গে ফোনে কথা বলতে চান, তাঁকেও এই অ্যাপটি ডাউনলোড করতে বলতে হবে। এর পর নিম্নোক্ত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
এর পর স্ক্রিনে যে দু’টি বিকল্প ভেসে উঠেছে, তাতে ক্লিক করতে হবে।
আরও পড়ুন: সাধ্যের মধ্যেই কিনুন ৫জি ফোন! বাজারে আসছে iQoo Z7x, কী কী ফিচার থাকছে? কেনার আগে জেনে নিন
এবার গ্রাহক নিকটবর্তী সমস্ত ব্লুটুথ ডিভাইসের একটি তালিকা দেখতে পাবেন। এর পর যে ডিভাইসটির সঙ্গে কথা বলতে চাইছেন, সেটি বেছে নিতে হবে।
তাই বলে দেওয়া ভাল যে, Bluetooth Walkie Talkie-র রেঞ্জ শুধুমাত্র ১০০ মিটার পর্যন্তই সীমিত। অর্থাৎ গ্রাহক তাঁর থেকে ১০০ মিটারের মধ্যে থাকা যে কোনও ব্যক্তির সঙ্গে এই অ্যাপটি ব্যবহার করে বিনামূল্যে কথা বলতে পারবেন। তবে হ্যাঁ, ওই ব্যক্তির কাছেও কিন্তু এই অ্যাপটি থাকতে হবে।