১৬ জুন লন্ডনের বাজারে আত্মপ্রকাশ ঘটবে এই ব্লুটুথ ৫-এর ৷ লন্ডনের প্রযুক্তিবিদ মার্ক পাওয়েল এক বিবৃতিতে জানিয়েছেন, ব্লুটুথ ৫-কে সাহায্য করছে অ্যাপল, ইন্টেল, মাইক্রোসফটের মতো বড় প্রতিষ্ঠান গুলো ৷
পাওয়েল তাঁর বিবৃতিতে জানিয়েছে, ব্লুটুথ ৫ আগের যেকোনও সংস্করণ থেকে বেশি গতিতে কাজ করবে ৷ শুধু তাই নয়, আগের তুলনায় এটি বেশি জায়গা জুড়েও কাজ করবে ৷ পাওয়েলের কথায়, ইন্টারনেট যেখানে কাজ করে না, সেখানে ব্লুটুথ ছাড়া ফাইল শেয়ারের কোনও অপশন নেই ৷ তাই ইন্টারনেট যেখানে কাজ করে না, সেখানে ব্লুটুথকে আরও শক্তিশালী ও গতিমান করতে নতুন এই ব্লুটুথ ৫ ৷ পাওয়ালের কথায়, ফাইল শেয়ারের সময় ২ এমবিপিএস গতি পাওয়া যাবে এই ব্লুটুথ ৫-এ ৷
advertisement
Location :
First Published :
June 14, 2016 2:01 PM IST