ড্রাইভিংয়ের কথা উঠল যখন তখন স্কুটির কথা তো বলতেই হয়। দেশে বাইক আরোহীর সংখ্যা দিন দিন বাড়ছে। আরও স্পষ্ট করে বললে, মহিলা বাইক আরোহীর সংখ্যা বাড়ছে। ফলে তাঁদের জন্য মানানসই স্কুটিও বাজারে আসছে। এই টু হুইলার ব্যবহার করা সহজ। দামও কম। এখানে মহিলাদের ব্যবহারের জন্য সেরা ৫ স্কুটির সন্ধান দেওয়া হল।
advertisement
আরও পড়ুন- দীর্ঘজীবী হবে ‘ফোন’! ‘এইভাবে’ চার্জ দিলেই ফোন চলবে টানা ৫ বছর! জাস্ট একটা টিপস
ইয়ামাহা ফ্যাসিনো: ইয়ামাহা ফ্যাসিনোর ক্লাসিক ডিজাইন। যাঁরা নতুন স্কুটি চালানো শিখছেন তাঁদের জন্য আদর্শ। পাঁচটি মডেল রয়েছে। পাওয়া যাচ্ছে ১৬ রকমের রঙে। ১২৫ সিসি-র স্কুটি। ৫.২ লিটারের ট্যাঙ্ক। দাম ৮০,২৭৩ টাকা।
টিভিএস স্কুটি জেস্ট ১১০: টিভিএস স্কুটি জেস্ট ১১০-এর চমৎকার ডিজাইন। দাম ৬৪,৯৯৫ টাকা। যাঁরা জ্বালানি সাশ্রয়ী স্কুটি খুঁজছেন তাঁদের জন্য আদর্শ। ১০৯.৭ সিসি-র সিঙ্গল সিলিন্ডার রয়েছে। ৫ লিটারের ট্যাঙ্ক। ৬২ কিমি মাইলেজ দিচ্ছে। একাধিক রঙে পাওয়া যাচ্ছে টিভিএস স্কুটি জেস্ট ১১০।
হিরো প্লেজার প্লাস ১১০: ৭ রকমের রঙ এবং চারটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে হিরো প্লেজার প্লাস ১১০। ১০০ সিসি-র ইঞ্জিন ৭০০০ আরপিএম-এ ৭.৬৮ পিএস জেনারেট করে। ৪.৮ লিটারের ট্যাঙ্ক রয়েছে। এর দাম রাখা হয়েছে ৬৬,৭৬৮ টাকা।
আরও পড়ুন- দীর্ঘজীবী হবে ‘ফোন’! ‘এইভাবে’ চার্জ দিলেই ফোন চলবে টানা ৫ বছর! জাস্ট একটা টিপস
হোন্ডা অ্যাকটিভা ৬জি: ভারতে হোন্ডা অ্যাকটিভার জনপ্রিয়তার কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। প্রথম দিন থেকেই এর চাহিদা তুঙ্গে। হোন্ডা অ্যাকটিভা ৬জি ৬ রকম রঙে এবং তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। ৫.৩ লিটারের ট্যাঙ্ক। ১০৯.৫১ সিসি-র ইঞ্জিন। এর দাম ৭৬,৪৬৬ টাকা।
টিভিএস জুপিটার: টিভিএস জুপিটার এলইডি ডে টাইম রানিং লাইট এবং পর্যাপ্ত স্টোরেজের জন্য জনপ্রিয়। জ্বালানি সাশ্রয়ী হিসেবেই এর পরিচয়। ৫.১ লিটারের ট্যাঙ্ক। ১২৪.৭৬ সিসি-র ইঞ্জিন। এর দাম ৮২,৮২৫ টাকা।
আরও পড়ুন- WhatsApp স্প্যাম নিয়ে জেরবার? এবার লক স্ক্রিন থেকেই ব্লক করা যাবে ব্যবহারকারীদের
হোন্ডা ডিও: কম দামের স্কুটার খুঁজলে হোন্ডা ডিও-র কোনও বিকল্প নেই। ৫.৩ লিটারের ট্যাঙ্ক। ১০৯.৫১ সিসি-র ইঞ্জিন। এর দাম ৭৪,৩১০ টাকা।