কীভাবে ৫ স্টার সেফটি রেটিং পাওয়া যায়?
একাধিক টেস্টের উপর ভিত্তি করে ৫ স্টার সেফটি রেটিং পাওয়া যায়। এর মধ্যে অন্যতম হল:
ক্র্যাশ টেস্ট: এই সমস্ত টেস্টে গাড়িগুলিকে বিভিন্ন গতি বা স্পিডে এবং ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে ধাক্কা মারা হয়। আসলে এই ভাবে গাড়িটিকে ধাক্কা মেরে এটা দেখা হয় যে, তা দুর্ঘটনার সময় যাত্রীদের আদৌ সুরক্ষিত রাখতে পারবে কি না।
advertisement
সেফটি ফিচার্স: গাড়িতে বিভিন্ন ধরনের সেফটি ফিচার থাকে। এর মধ্যে অন্যতম হল এয়ারব্যাগ, অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম বা এবিএস, ইলেকট্রিনিক স্টেবিলিটি কন্ট্রোল (ইএসসি) এবং লেন ডিপারচার ওয়ার্নিং সিস্টেম (এলডিডব্লিউএস)। রেটিং পাওয়ার ক্ষেত্রে এই ফিচারগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পথচারীদের নিরাপত্তা: পথচারীদের নিরাপত্তার জন্যও পরীক্ষা করা হয় গাড়িগুলিকে। যাতে দুর্ঘটনার সময় পথচারীদের সেভাবে আঘাত যেন না লাগে। তারজন্য থাকে একাধিক বৈশিষ্ট।
৫ স্টার রেটিং বিশিষ্ট গাড়ি চালানোর সুবিধা:
দারুণ নিরাপত্তা: দুর্ঘটনা ঘটলেও এই ধরনের গাড়িগুলি যাত্রীদের গুরুতর আঘাত থেকে রক্ষা করতে সক্ষম।
মনের শান্তি: আর নিরাপদ একটা গাড়ি চালালে নিজের মনে তো শান্তি থাকেই। সেই সঙ্গে পরিবারের বাকি সদস্যদের মনেও শান্তি থাকে।
বিমার খরচ কম: ৫ স্টার সেফটি রেটিং বিশিষ্ট গাড়িগুলির জন্য কম প্রিমিয়াম অফার করে বেশ কয়েকটি ইনস্যুরেন্স কোম্পানি বা বিমা সংস্থা।
আরও পড়ুনঃ গাড়ির বেস ও টপ মডেলের ফিচার্সে কী কী পার্থক্য থাকে? দামেও কতটা ফারাক? জানুন বিস্তারিত
হাই রিসেল ভ্যালু: নিরাপদ গাড়িগুলি বেশি রিসেল ভ্যালু অফার করে। অর্থাৎ এই গাড়িগুলি সেকেন্ড হ্যান্ড হিসেবে বিক্রি করার সময় বেশি পরিমাণে টাকা পাওয়া যায়।
ভারতে প্রাপ্ত ৫ স্টার সেফটি রেটিং বিশিষ্ট জনপ্রিয় কিছু গাড়ি:
১. Tata Nexon
২. Mahindra XUV700
৩. Mahindra Scorpio N
৪. Hyundai Verna
৫. Maruti Suzuki Dzire