আর এই অবস্থায় যদি হাতে পাওয়া যায় একটি স্বয়ংক্রিয় ছাতা, তাহলে তো সোনায় সোহাগা। কারণ এই ছাতা শুধু বৃষ্টির হাত থেকে বাঁচাবে না, সূর্যের প্রখর হলে তা সূর্যের তাপ থেকেও রক্ষা করবে।
আসলে আবহাওয়া এমনই খামখেয়ালি হয়ে উঠেছে। এই বৃষ্টি তো এই রোদ। এমন পরিস্থিতিতে বৃষ্টি এবং তারপর প্রখর রোদে পাশাপাশি থাকলে ঠান্ডা-গরম লেগে যাওয়ার আশঙ্কা থাকেই। তার ফলে নানা ধরনের রোগের প্রকোপও বাড়তে পারে।
advertisement
এই সব সমস্যা এড়াতে চাইলে বেছে নেওয়া যেতেই পারে একটি স্বয়ংক্রিয় ছাতা। এটি তুমুল বৃষ্টি বা প্রখর রোদ থেকে রক্ষা করবে।
ই-কমার্স সাইট Amazon-এ বিভিন্ন সংস্থার অনেক ধরনের স্বয়ংক্রিয় ছাতা পাওয়া যায়। এই ছাতাগুলিতে আবার এই সময় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।
এমনই একটি ছাতার কথা জেনে নেওয়া যাক, যেটি ছাড়-সহ সাশ্রয়ী মূল্যে কিনে নেওয়া যেতে পারে। দেখে নেওয়া যাক এক নজরে—
স্বয়ংক্রিয় ছাতার বৈশিষ্ট্য:
Destinio কোম্পানির ছাতা Amazon-এ পাওয়া যায়। এই ছাতাটি স্বয়ংক্রিয়, এক হাতেই অপারেট করা যায় এটি। আসলে এটি একটি তিন ভাঁজে ভাঁজ করা ছাতা, যা খুব সহজেই যে কোনও ছোট ব্যাগেও ঢুকে যেতে পারে। রোদ এবং বৃষ্টি থেকে রক্ষা করার জন্য এই ছাতাটিতে ব্যবহার করা হয়েছে বায়ুরোধী নমনীয় ফাইবারগ্লাস। ফলে ঝড়ো হাওয়ায় উল্টে গিয়ে ভেঙে যাওয়ার আশঙ্কা কম।
ছাতার দাম:
ই-কমার্স সাইট Amazon-এ মাত্র ১,২৯০ টাকায় পাওয়া যাচ্ছে এই ছাতাটি। এর উপর আবার বর্তমানে, Amazon ৫০ শতাংশ ছাড় দিচ্ছে। ফলে চাইলেই এই ছাতাটি কিনে নেওয়া যেতে পারে মাত্র ৬৪৯ টাকায়।
অন্য অফার:
Amazon-এ তালিকাভুক্ত Destinio-র স্বয়ংক্রিয় ছাতা কিনলে পে অন ডেলিভারি, ফ্রি হোম ডেলিভারি এবং ১০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধা পেতে পারেন যেকোনও গ্রাহক৷ শুধু তাই নয় এই সংস্থার বিশেষ ছাতা কিনলে ছাতাটি রাখার জন্য একটি ব্যাগও দেওয়া হবে, যাতে ছাতা ভাঁজ করে রাখা যায়।