ইতিমধ্যেই এই ফোনটি নিয়ে বেশ কিছু রিপোর্ট সামনে এসেছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ROG Phone 3-তে থাকবে 6000mAh ব্যাটারি, সঙ্গে 30W এর ফাস্ট চার্জি সাপোর্ট। ফোনে ১২জিবি বা ১৬জিবি র্যাম থাকতে পারে, আর ইন্টারনাল স্টোরেজ ৫১২জিবি পর্যন্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।
advertisement
ROG Phone 3-তে থাকবে ৬.৫৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। সিকিউরিটির জন্য থাকবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ছবি তোলার জন্য ROG Phone 3-তে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। তাতে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, আর ১৩ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা থাকবে। তৃতীয় ক্যামেরাটি কতো মেগাপিক্সেলের হবে তা এখনও সঠিক জানা যায় নি।
ROG Phone 3 ফোনের বেশ কিছ ছবিও ফাঁস হয়েছে, যা থেকে জানা গিয়েছে যে ফোনের উপরে আর নিচে বেজেল থাকবে। ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে বা পপ আপ ক্যামেরা দেওয়া হবে না। এই ফোনটি দেখতে অনেকটাই গত বছর লঞ্চ হওয়া ROG Phone 2 -এর মতো। কিন্তু আসা করা হচ্ছে যে আগের থেকে বেশি কিলার লুক হবে ROG Phone 3-এর। ROG Phone আর ROG Phone 2 -এর মতো এই ফোনেও কোম্পানির লোগো থাকবে ফোনের পিছনে। এছাড়াও এই স্মার্টফোনের দামের ব্যাপারেও এখনও কিছু জানা যায় নি।