কিন্তু কী ভাবে ? Apple দাবি করেছে যে এই iPhone 12-এর বাক্সে পাওয়ার অ্যাডাপটার না থাকা বছরে ২ মিলিয়ন মেট্রিক টন কার্বন নিঃসরণের হাত থেকে পৃথিবীকে বাঁচাবে! যদি গাড়ির দিক থেকে ধরতে হয়, তা হলে পরিসংখ্যানটা দাঁড়াচ্ছে ৪৫০,০০০। মানে, বছরে ৪৫০,০০০টা গাড়ি রাস্তা থেকে তুলে নিলে যে পরিমাণ কার্বন নিঃসরণ বন্ধ হয়, এ ক্ষেত্রেও ঠিক তাই হবে! নিঃসন্দেহেই এই পরিসংখ্যান আমাদের চমকে দেওয়ার পাশাপাশি মনে ভয়ও জাগায়! সেই জায়গা থেকে Apple-এর এই সিদ্ধান্তকে স্বাগত জানাতেই হয়!
advertisement
কিন্তু এর পাশাপাশিই iPhone 12-এর বাক্সে পাওয়ার অ্যাডাপটার না থাকা নিয়ে বাণিজ্যিক কূটকচালি এক অন্য হিসেবও তুলে ধরেছে। বলছে যে iPhone 12-এর বাক্সে পাওয়ার অ্যাডাপটার না থাকার কারণে স্বাভাবিক ভাবেই বাক্সটা ছোটখাটো হবে। আর স্রেফ এই আকার কমে যাওয়ার কারণে একই সময় এবং পরিবহন মাধ্যমে আগের তুলনায় ঢের বেশি iPhone 12 সরবরাহ করা যাবে। যা সংস্থার খরত বাঁচিয়ে মুনাফার অঙ্কটাকেই করে তুলবে জবরদস্ত!
তা, পরিবেশের কথা মাথায় রেখে সংস্থা যদি দুটো বাড়তি পয়সার মুখ দেখেই, তাতে কি আপত্তি করা যায়?