TRENDING:

iPhone 12-এর জন্য কেস ও ওয়ালেট; বাজারে এল Apple iPhone 12 Studio!

Last Updated:

Apple iPhone 12 সিরিজের ফোন কেনার পরিকল্পনা? ফোন কেনার পর কালার অপশনের সঙ্গে মিলিয়ে কোনও ফোন কেস বা MagSafe-এর লেদার ওয়ালেট বেছে নেওয়ার সমস্যা?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : Apple iPhone 12 সিরিজের ফোন কেনার পরিকল্পনা? ফোন কেনার পর কালার অপশনের সঙ্গে মিলিয়ে কোনও ফোন কেস বা MagSafe-এর লেদার ওয়ালেট বেছে নেওয়ার সমস্যা? এ ক্ষেত্রে অবশ্য বেশ ঝক্কি পোহাতে হয়। বাইরের যে কোনও স্টোরে গেলে পকেট থেকে টাকাও খরচ হয় বেশি।
advertisement

তবে এখনও বাইরের কোনও স্টোর থেকে iPhone 12 ফোনের জন্য কেস বা ওয়ালেট জাতীয় সামগ্রী কিনে না থাকলে একটু অপেক্ষা করা যেতেই পারে। কারণ iPhone-প্রেমীদের জন্য iPhone 12 Studio নামে একটি নতুন টুল নিয়ে হাজির হয়েছে Apple India Online Store। যেখানে ফোনের কালার অপশন অনুযায়ী মনের মতো সমস্ত সরঞ্জাম অর্থাৎ ওয়ালেট বা কেস পাওয়া যাবে। তা সে iPhone 12 Mini, iPhone 12, iPhone 12 Pro হোক বা iPhone 12 Pro Max। প্রতিটি ফোনের জন্যই থাকছে MagSafe কেস, MagSafe অপশনের ওয়ালেট।

advertisement

সংস্থার তরফে জানানো হয়েছে, বর্তমানে শুধুমাত্র মোবাইল ব্রাউজারে কাজ করছে Apple iPhone 12 Studio। তবে Safari, Google Chrome কিংবা Microsoft Edge-এর মতো ডেস্কটপ ব্রাউজারে এই টুল উপলব্ধ নয়। একবার এই Apple iPhone 12 Studio টুলে ঢোকার পর যে কোনও একটি iPhone সিলেক্ট করতে হবে। এ ক্ষেত্রে iPhone 12 Mini, iPhone 12, iPhone 12 Pro বা iPhone 12 Pro Max ফোন বেছে নেওয়া যায়। এই মুহূর্তে প্রতিটি ফোনেরই সমস্ত কালার অপশন পাওয়া যাচ্ছে দেশে। ফোনের কালার অপশন পছন্দ হয়ে গেলে, ফোনের সঙ্গে মিলিয়ে ওয়ালেট ও ফোন কেস বেছে নেওয়া যায়। এ ক্ষেত্রে iPhone 12 Mini ও iPhone 12 ফোনের জন্য সাদা, কালো, নীল, সবুজ ও লাল রঙ বেছে নেওয়া যায়। iPhone 12 Pro ও iPhone 12 Pro Max ফোনের জন্য গ্রাফাইট, সিলভার, গোল্ড বা প্যাসিফিক ব্লু কালার অপশন বেছে নেওয়া যায়।

advertisement

Apple iPhone 12 Studio-তে বর্তমানে বিভিন্ন ধরনের সিলিকন ফোন কেস রয়েছে। আপাতত কোনও লেদার কেস নেই। জানা গিয়েছে, শীঘ্রই iPhone 12-এর জন্য নানা রকমের লেদার কেসও আসতে চলেছে। একবার ফোন অনুযায়ী ওয়ালেট বা কেস পছন্দ হয়ে গেলে অর্থাৎ পেয়ারিংয়ের কাজ শেষ হয়ে গেলে iPhone-এর ফাইনাল ভিউও দেখা যাবে। এ ক্ষেত্রে স্ট্যাকড বা ডাবল-আপ ভিউতে দেখা যাবে ফোন কেস ও ওয়ালেট। তবে এই মুহূর্তে Apple India online store থেকে সরাসরি এই কম্বো কেনার কোনও সুযোগ নেই। এ ক্ষেত্রে প্রথমে Apple India online store-এ যেতে হবে। তার পর আলাদা আলাদা করে iPhone ও তার সঙ্গে যুক্ত সামগ্রীগুলি কার্টে অ্যাড করতে হবে। সব শেষে সেই অনুযায়ী পেমেন্ট করতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

বিশেষজ্ঞদের মতে, অন্য যে কোনও স্টোরে একসঙ্গে এত সুবিধা পাওয়া মুশকিল। তাই যদি নতুন iPhone 12 কেনা হয়ে যায় বা iPhone 12 কেনার পরিকল্পনা থাকে, তা হলে ফোন কেস, ওয়ালেট ও অন্যান্য সরঞ্জামের জন্য ঘুরে আসাই যায় Apple iPhone 12 Studio থেকে!

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
iPhone 12-এর জন্য কেস ও ওয়ালেট; বাজারে এল Apple iPhone 12 Studio!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল