অনেক সময়ই কাজের ব্যস্ততায় বা আলসেমিতে পরিমাণ মতো জল খাওয়া হয় না। আর জলের অভাবে শরীরে প্রচুর রোগ বাসা বাঁধে। এবার জল খাওয়ার কথা মনে করিয়ে দেবে জলের বোতল নিজেই। এমনই স্মার্ট বোতল বাজারে নিয়ে এসেছে টেক জায়েন্ট অ্যাপল। নাম হাইড্রেট স্পার্ক। নিজেদের ওয়েবসাইটের মাধ্যমে বোতলটি বিক্রি করছে অ্যাপল। আপনি দিনে কতটা জল খাচ্ছেন? তা নজরে রাখবে ওই বোতল।
advertisement
কতটা স্মার্ট এই হাইড্রেট স্পার্ক বোতলটি? আপনি দিনে কতটা জল খাচ্ছেন? কোন সময় জল খেতে হবে, এমন নানা তথ্যই নজরে রাখবে ওই বোতল। আর সেটা অ্যাপল হেলথের মাধ্যমে মনিটর করা হবে। বোতলের নীচে একটা LED সেন্সর রয়েছে, সেটাই মাপবে কতটা জল খাওয়া হচ্ছে। ব্লুটুথ কানেকশনের মাধ্যমে অ্যাপল হেলথকে তথ্য পাঠাবে ওই বোতল।
হাইড্রেট স্পার্কের দুটি বোতল পাওয়া যাচ্ছে। একটি হল, HidrateSpark Pro এবং HidrateSpark Pro STEEL। অ্যাপেলের অনলাইন ও রিটেল স্টোরে পাওয়া যাচ্ছে এই বোতল। তবে আপাতত শুধু আমেরিকাতেই মিলছে এই বোতল। দাম ৫৯.৯৫ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রার হিসেবে ৪৬০০ টাকা। কবে ভারতীয় বাজারে মিলবে এই স্মার্ট বোতল, তা অবশ্য এখনও জানা যায়নি।