অ্যামাজন ইকো শো -
অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে অ্যামাজন ইকো শো ৮ (২ জেনারেশন, ২০২১)-এর উপরে পাওয়া যাচ্ছে ৪৬ শতাংশ ছাড়। অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে অ্যামাজন ইকো শো ৮ (২ জেনারেশন, ২০২১) কেনা যাচ্ছে মাত্র ৭৪৯৯ টাকায়। অ্যামাজন ইকো শো ৮ (২ জেনারেশন, ২০২১)-এ ব্যবহার করা হয়েছে ৮ ইঞ্চির এইচডি ডিসপ্লে এবং ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। এর মাধ্যমে ভিডিও কল করা সম্ভব।
advertisement
অ্যামাজন ইকো ডট (৩ জেনারেশন) -
অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে অ্যামাজন ইকো ডট (৩ জেনারেশন)-এর উপরে পাওয়া যাচ্ছে ৬৬ শতাংশ ছাড়। অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে অ্যামাজন ইকো ডট (৩ জেনারেশন) কেনা যাচ্ছে মাত্র ১৫৯৯ টাকায়। ইউজাররা নিজেদের ফোনের সঙ্গে এই স্পিকার কানেক্ট করতে পারবেন।
আরও পড়ুন: ভিড় ঠেলতে চান না তো? পুজো দেখুন মেটাভার্সে! ঘরে বসে টিভিতে নয়, কলকাতার ঠাকুর দেখুন এই ভাবে!
অ্যামাজন ইকো ডট (৪ জেনারেশন, ২০২০) -
অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে অ্যামাজন ইকো ডট (৪ জেনারেশন, ২০২০)-এর উপরে পাওয়া যাচ্ছে ৪৬ শতাংশ ছাড়। এর ফলে অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে অ্যামাজন ইকো ডট (৪ জেনারেশন, ২০২০) কেনা যাচ্ছে মাত্র ২৯৪৯ টাকায়। অ্যামাজন ইকো ডট (৪ জেনারেশন, ২০২০)-এর ডিজাইন খুবই আধুনিক এবং সুন্দর। অ্যামাজন ইকো ডট (৪ জেনারেশন, ২০২০) এ রয়েছে এলইডি ডিসপ্লে। এই ডিসপ্লেতে শোয়ের টাইম দেখা যায়।
ফায়ার টিভি স্টিক প্লাস (২০২১) -
অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ফায়ার টিভি স্টিক প্লাস (২০২১)-এর উপরে পাওয়া যাচ্ছে ৬৭ শতাংশ ছাড়। এর ফলে অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ফায়ার টিভি স্টিক প্লাস (২০২১) কেনা যাচ্ছে মাত্র ২৫৯৯ টাকায়। এতে ইউজাররা ১ বছরের জন্য জি৫, সোনিলিভ এবং ভুট সিলেক্ট দেখতে পারবেন।