TRENDING:

Amazon-এর সেলে ৪৭,৯৯৯ টাকায় iPhone 11, সঙ্গে রয়েছে আরও অফার, জেনে নিন বিশদে

Last Updated:

Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ৬৪ GB স্টোরেজ ভেরিয়েন্টের iPhone 11 পাওয়া যাবে ৪৭,৯৯৯ টাকায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Amazon Great Indian Festival Sale 2020: Amazon-এর গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এখনও পরজন্য সব থেকে কম দামে পাওয়া যাবে iPhone 11, এ কথা বেশ কিছু দিন আগেই জানিয়ে দিয়েছিল কোম্পানি। তখন থেকেই অধীর অপেক্ষায় ছিলেন iPhone-প্রেমীরা। এ বার তাঁদের কৌতূহল মেটাল Amazon। সম্প্রতি এই ই-কমার্স সংস্থার তরফে জানানো হয়েছে, Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে iPhone 11 পাওয়া যাবে মাত্র ৪৭,৯৯৯ টাকায়। তবে শুধু এটুকুই নয়। থাকছে আরও নানা রকমের ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার। আসুন জেনে নেওয়া যাক বিশদে।
advertisement

Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ৬৪ GB স্টোরেজ ভেরিয়েন্টের iPhone 11 পাওয়া যাবে ৪৭,৯৯৯ টাকায়। এই ফোনের দাম ৫৪,৯০০ টাকা। তবে ডিসকাউন্ট মিলছে ৬,৯০১ টাকার। এখানেই শেষ নয়। এই ফোন কেনার ক্ষেত্রে আরও ২০০০ টাকার অতিরিক্ত ছাড় পাবেন HDFC ব্যাঙ্কের গ্রাহকরা। অর্থাৎ ৪৫,৯৯৯ টাকায় পাওয়া যাবে iPhone 11। অন্য দিকে, ১২৮ GB স্টোরেজ অপশনের iPhone 11 মিলছে ৫২,৯৯৯ টাকায়। এ ক্ষেত্রে থাকছে ১৬,৪০০ টাকার এক্সচেঞ্জ অফারও। তবে এই টাকার হিসেব হবে আপনার ফোনের পরিস্থিতির উপর নির্ভর করে। তাই এই এক্সচেঞ্জ অফারের টাকার পরিমাণ ফোনের পরিস্থিতির উপরে নির্ভর করে ওঠানামা করতে পারে। একই সঙ্গে HDFC ডেবিট কার্ড দিয়ে iPhone 11 কিনলে পাওয়া যাবে প্রায় ১০ শতাংশের বিশেষ ছাড়। এ ক্ষেত্রে টাকার পরিমাণ ১,২৫০ টাকা।

advertisement

অফার রয়েছে আরও। Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে Amazon Pay ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দিয়ে ফোন কিনলে প্রাইম মেম্বারদের ক্ষেত্রে ৫ শতাংশ ও নন প্রাইম মেম্বারদের ক্ষেত্রে ৩ শতাংশ ছাড় পাওয়া যাবে। অর্থাৎ প্রাইম মেম্বাররা ২,৪০০ টাকা ও নন প্রাইম মেম্বাররা ১,৪৪০ টাকা পর্যন্ত ছাড় পেয়ে যেতে পারেন। Amazon Pay অ্যাকাউন্টে ক্যাশব্যাক অফারও রয়েছে।

advertisement

Apple-এর iPhone 11 আপনার নজর কাড়বেই। কারণ এই ফোনে থাকছে ৬.১ ইঞ্চি লিকুইড রেটিনা ডিসপ্লে ও ডিপ ফিউজনের ডুয়াল ক্যামেরা। থাকছে A13 বায়োনিক চিপ। বেগুনি, সবুজ, হলুদ, লাল-সহ মোট ছয়টি কালার অপশানে পাওয়া যায় এই ফোন। তবে এ পর্যন্ত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে শুধুমাত্র দু'টি কালার অপশনেই পাওয়া যাচ্ছে এই ফোন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষিকাজে বিপ্লব ঘটাতে চাষিদের পাশে দুর্গাপুরের সিএমইআরআই কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা
আরও দেখুন

আগামীকাল থেকে Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের দরজা খুলে যাচ্ছে। তার আগে বাড়তি সুবিধা পাচ্ছেন প্রাইম মেম্বাররা। তাই তৈরি থাকুন। আর সুযোগ বুঝে কিনে নিন আপনার পছন্দের iPhone 11।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Amazon-এর সেলে ৪৭,৯৯৯ টাকায় iPhone 11, সঙ্গে রয়েছে আরও অফার, জেনে নিন বিশদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল