TRENDING:

Amazon থেকে পোশাক, জিনিস কেনেন? তাহলে জানুন এই বিশেষ গোপন কৌশল! জলের দরে পাবেন!

Last Updated:

Amazon থেকে জিনিস কেনেন আর এই কৌশল জানেন না? এই সিক্রেট জানলেই সব পাবেন জলের দরে! সেল ছাড়াই!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Amazon: গত কয়েক বছরে একেবারে বদলে গিয়েছে কেনাকাটার মানচিত্র। চৈত্র সেলের বাজার এখন সারা বছর হাতের মুঠোয়। আর সেই বাজারে পাওয়া যায় দেশ বিদেশের নানা ব্র্যান্ডও। তাই মানুষ ক্রমাগত ঝুঁকছে ই-কমার্স সংস্থার দিকে।Amazon ভারতের অন্যতম জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম। প্রতিদিন হাজার হাজার মানুষ এই প্লাটফর্মেই কেনাকাটা করেন। বিশ্বস্ততার ক্ষেত্রেও Amazon অন্য সংস্থাগুলির চেয়ে এগিয়ে বলে মনে করেন বেশিরভাগ ভারতীয় গ্রাহকই।
advertisement

ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে কেনাকাটার সবচেয়ে বড় সুবিধা হল ঘরে বসেই পাওয়া যায় পছন্দের পণ্য। হাজার রকমের পণ্যের মধ্যে থেকে বেছে নেওয়া যায় নিজেরটা। কোনটা ভাল, কোনটা মন্দ তার যাচাইও করে নেওয়া যায় অন্য গ্রাহকের রিভিউ-এর মাধ্যমে। দামও অফলাইন বাজারের তুলনায় বেশিরভাগ সময়ই কম থাকে।

আরও পড়ুন:  দার্জিলিংয়ের কমলা ভেবে আসলে কি কিনছেন জানেন? কীভাবে চিনবেন মিষ্টি কমলালেবু? জানুন

advertisement

এর বাইরেও গ্রাহকরা Amazon-এর মতো ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে কেনাকাটা করে বেশ কিছু সুবিধা পেয়ে থাকেন। কিন্তু অনেকেই এই বিষয়ে জানেন না। এমনকী বছরের পর বছর কেনাকাটা করা গ্রাহকদেরও এই বিষয়ে কোনও ধারণা থাকে না। কারণ, এই ধরনের অনেক অপশন অ্যাপটিতে দেখা যায় না। যদি কেউ Amazon থেকে সস্তার পণ্য কিনতে চান, তাহলে একটি বিশেষ কৌশল অবলম্বন করা যেতে পারে। Amazon অ্যাপে একটি ফিচার রয়েছে, সেটি ব্যবহার করে বিশাল ছাড় পেতে পারেন যেকোনও গ্রাহক। এই ফিচারের ফলে দামের উপর যে ছাড়া পাওয়া যাবে, তা ‘ফ্ল্যাট ডিসকাউন্ট’ হবে।

advertisement

ক্লিয়ারেন্স স্টোরের সুবিধা

এই সুবিধা পাওয়া যায় Amazon-এর ক্লিয়ারেন্স স্টোর-এ।

এই জন্য প্রথমে নিজের মোবাইলে Amazon অ্যাপ খুলতে হবে।

তারপর নিচের ডান কোণ থেকে Menu-তে যেতে হবে।

এর পর Deals & Savings-এ ক্লিক করতে হবে।

এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ড্রপ মেনুতে Clearance Store অপশন দেখতে পাবেন। বেছে নিতে হবে এটি।

advertisement

কী কী সুবিধা পাওয়া যাবে—

ক্লিয়ারেন্স স্টোরে, গ্রাহকরা ফ্যাশন, ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স এবং এই ধরনের আরও অনেক বিভাগের পণ্যে প্রায় ৭০ শতাংশ ছাড়ের সুবিধা পাবেন। কুপন এছাড়াও এখানে Amazon নানা রকম অফার দেয়। এর বাইরে গ্রাহকরা আরও অফার পেতে Today’s Deal-এ যেতে পারেন। সেখানে দৈনিক কিছু অফার পাওয়া যায়।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Amazon থেকে পোশাক, জিনিস কেনেন? তাহলে জানুন এই বিশেষ গোপন কৌশল! জলের দরে পাবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল