২০৩০ সালের মধ্যে এই অন্যতম বড় ই-কমার্স এবং মিডিয়া জায়ান্ট মূলত এআই ডিজিটাইজেশন, এক্সপোর্ট এবং নতুন চাকরি তৈরির উপর জোর দেবে বলে জানিয়েছে।
আমাজনের এই ঘোষণা সামনে আসে ঠিক একদিন পরে যখন মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লা ভারতে সাড়ে সতেরো বিলিয়ন ডলারের বিনিয়োগের কথা জানান। মূলত এআই এবং ক্লাউড পরিকাঠামোর উপরেই জোর দেওয়ার কথা জানান তিনিও।
advertisement
এরপরেই ভারতে বিনিয়োগের কথা জানায় আমাজনও।
এই প্রসঙ্গে আমাজনের ভাইস প্রেসিডেন্ট অমিত আগারওয়াল বলেন, “আমরা ভারতের এই ডিজিটাল যাত্রার সঙ্গী গত ১৫ বছর ধরে। আর এর জন্য আমরা গর্বিত। ভারতের আত্মনির্ভর এবং বিকশিত ভারতের সঙ্গে আমাদের দৃষ্টিও এক। আমরা ভবিষ্যতের দিকে এগোতে চাই। তাই আমরা ভারতের বুকে ১ লক্ষ চাকরি সৃষ্টি করতে চাই। আগামী ২০৩০ সালের মধ্যে ধীরে ধীরে আমরা এই পরিকাঠামো গড়ে তুলব।”
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 10, 2025 4:55 PM IST
