HDFC ব্যাঙ্কের কার্ডের উপরে ১০% ইনস্ট্যান্ট ছাড় - মেগা হোম সামার সেল থেকে গ্রাহকরা অনেক সস্তায় কিনতে পারবেন লজি, স্যামসাং, Wirlpoor, ভোল্টাস, সিম্ফনি এবং অন্যান্য ব্র্যান্ডের প্রোডাক্ট। এইচএফসি ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে ৭৫০০ টাকার কেনাকাটা করলে পেয়ে যাবেন ১০ শতাংশ ছাড়। আর যদি এইচডিএফসি কার্ড ব্যবহার করে ইএমআই করেন তাহলেো পেয়ে যাবেন ১০% ছাড়। যদিও এই অফারের মাধ্যমে আপনি ১৫০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এছাড়াও এই সেলে গ্রাকরা সাশ্রয়ী মূল্যের নো-কস্ট ইএমআই, এক্সচেঞ্জ অফার, শিডিয়ুল ডেলিভারি এবং ইনস্টলেশনও দেওয়া হচ্ছে।
advertisement
১৭,৪৯০ টাকায় এসি কেনার সুযোগ - এই সেলে ইনভার্টার স্প্লিট এসি-র দাম শুরু হচ্ছে ২২,৯৯৯ টাকা থেকে। অন্যদিকে উইন্ডো এসি-র দাম শুরু হচ্ছে ১৭,৪৯০ টাকা থেকে। আবার অ্যামাজন ব্যেসিক এর স্প্লিট এসি-র দাম শুরু হচ্ছে ২২,৪৯৯ টাকা থেকে।
৬৫৭ টাকার ইএমআইতে ফ্রিজ কেনার সুযোগ - অ্যামাজনের এই সেলে, এলজি, স্যামসাং, গোদ্রেজের মতো জনপ্রিয় ব্র্যান্ডের রেফ্রিজারেটরগুলিতে রয়েছে ৩৫% পর্যন্ত ছাড়। এই সেলে কেবল মাত্র ৬৫৭ টাকার প্রাথমিক ইএমআইতে একটি ফ্রিজ কিনতে পারেন গ্রাহকরা। এনার্জি এফিসিয়েন্ট ফ্রিজের দাম শুরু ১৩,৭৯০ টাকা থেকে। অন্যদিকে কনভার্টেবল ফ্রিজের দাম শুরু হচ্ছে ২১,২৯০ টাকা থেকে।