বৃহস্পতিবার সিনহা জানান, এখনও পর্যন্ত ৯০,০০০ কিলোমিটার অপটিক ফাইবার পাতা হয়েছে ৷ ২০১৮ সালের শেষ পর্যন্ত সমস্ত গ্রাম পঞ্চায়েতে অপটিক ফাইবার পৌঁছে যাবে ৷ এর জেরে মিলবে 100 Mbps ইন্টারনেট স্পিড ৷
তিনি জানান, ডিজিটাল ইন্ডিয়া গড়তে এই উদ্যোগ নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে ৷ দেশের বিভিন্ন প্রান্তে যাতে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া যায় সেই জন্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
advertisement
অন্যদিকে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, এর পাশাপাশি তার রাজ্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে প্রত্যেকের বাড়িতে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া যায় ৷ নাইডু জানিয়েছেন, প্রত্যেক বাড়ি যাতে ১৫ Mbps ইন্টারনেট পাওয়া যায় সেই দিকে নজর দেওয়া হচ্ছে ৷
গত বছরের সমীক্ষা অনুযায়ী, বিশ্বের মধ্যে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা সব থেকে বেশি ৷ তাই বিভিন্ন টেক কোম্পানিগুলি আরও ভারতীয়দের ইন্টারনেট পরিষেবার সঙ্গে যুক্ত করার জন্য উদ্যোগ নিয়েছে ৷