TRENDING:

এয়ারটেলের জব্বর অফার, ৩ মাস আনলিমিটেড ইন্টারনেট

Last Updated:

নতুন অফারে ৯০ দিনের জন্য ৪জি স্পিডে ৩০ জিবি-র আনলিমিটেড ডেটা পাওয়া যাবে ৷ এই ডেটা প্যাকের মূল্য মাত্র ১,৪৯৫ টাকা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: রিল্যায়েন্সকে টক্কর দিতে একের পর এক নতুন প্ল্যান বাজারে নিয়ে আসছে মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্ক প্রদানকারী সংস্থাগুলি ৷ জিও লঞ্চ করে হাতের মুঠোয় এখন সব সুবিধাকে এক ঝুলিতে ভরে গ্রাহকদের হাতে তুলে দিয়েছে রিলায়েন্স জিও ৷ এরপর থেকেই  রীতিমতো নড়ে-চড়ে বসেছে দেশের অন্যান্য মোবাই সংস্থা ৷ প্রতিযোগিতায় টিকে থাকতে শুরু হয়ে গিয়েছে ট্যারিফ যুদ্ধে ৷ এবার গ্রাহকদের জন্য আরও একটি স্পেশ্যাল ডেটা প্যাক নিয়ে এল ভারতী এয়ারটেল ৷ নতুন অফারে ৯০ দিনের জন্য ৪জি স্পিডে ৩০ জিবি-র আনলিমিটেড ডেটা পাওয়া যাবে ৷ এই ডেটা প্যাকের মূল্য মাত্র ১,৪৯৫ টাকা ৷
advertisement

যারা এয়ারটেলের গ্রাহক তারা এই প্যাকটি পাবে ১,৪৯৬ টাকায় ৷ আর যারা নতুন এয়ারটেলের গ্রাহক হবেন তারা পাবেন ১,৪৯৪ টাকায় ৷ এই ডেটা প্যাক ৪জি হ্যান্ডসেটে  ব্যবহার করা যাবে ৷

এই প্যাকে ৯০ দিন পর্যন্ত ৩০ জিবি হাই স্পিড ডেটা পাওয়া যাবে ৷ কিন্তু ৩০ জিবি অতিক্রম করে গেলে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ২জি স্পিডে ৷ এই প্যাকের সাহায্য ২৪ ঘণ্টা গ্রাহকরা অনলাইন থাকতে পারবেন ৷ ডেটা শেষ হয়ে যাওয়ার কোনও চিন্তা ছাড়াই ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, ৪জি ব্যবহারকারীরা বেশি মাত্রায় ডেটা ব্যবহার করে থাকেন ৷ সেই গ্রাহকদের কথা মাথায় রেখেই এই ডেটা প্যাক তারা চালু করার সিদ্ধান্তচ নিয়েছে ৷

advertisement

এই মুহূর্তে দিল্লিতে কেবল এই প্যাকটি পাওয়া যাচ্ছে ৷ বাকি সার্কেলে তা পাওয়া যাবে আগামী কয়েকদিনের মধ্যে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

সেপ্টম্বরের ৫ তারিখ জিও লঞ্চ করেছিল রিল্যায়েন্স ৷ জিও ব্যবহারকারীরা ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত  জিও-র ডেটা, ভয়েস, ভিডিও এবং অন্যান্য পরিষেবা বিনামূল্যে পাবেন বলে জানানো হয় সংস্থার তরফে ৷

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এয়ারটেলের জব্বর অফার, ৩ মাস আনলিমিটেড ইন্টারনেট