জানা গিয়েছে, OnePlus 13-এ AI Unblur, AI Notes, AI Reflection Eraser, AI Detail Boost –এর মতো কিছু নজরকাড়া ফিচার থাকবে। এই সমস্ত ফিচারই OxygenOS 15-এ থাকে, যা ইতিমধ্যেই ওয়ানপ্লাস কিছু ফোনে রোল আউট করতে শুরু করেছে। OnePlus 13-এও এগুলো থাকবে। আর কী কী থাকছে OnePlus 13-এ? একনজরে দেখে নেওয়া যাক।
advertisement
ফিচার এবং স্পেসিফিকেশন: চিনে লঞ্চ হওয়া OnePlus 13-এ 6.82 ইঞ্চির ডিসপ্লে রয়েছে। আকার OnePlus 12-এর মতোই। খুব বেশি পরিবর্তন হয়নি। স্ক্রিনের রিফ্রেশ রেট 120Hz। QHD+ রেজোলিউশন রয়েছে, ইউজারের জন্য দৃষ্টিনন্দন। ব্রাইটনেশও অনেক। রেগুলার মোডে সর্বোচ্চ 1,600 নিট এবং পিক ব্রাইটনেসে 4,500 নিট পর্যন্ত পৌঁছতে সক্ষম।
ইউজারের অভিজ্ঞতা বাড়াতে দুটি নতুন ফিচার। গ্লাভ ফ্রেন্ডলি ইউজাবিলিটি এবং ডায়নামিক লোকাল রিফ্রেশ রেট। গ্লাভ ফ্রেন্ডলি ইউজাবিলিটি ফিচার শীতের দেশের ইউজারদের জন্য উপযুক্ত। অর্থাৎ ফোন ব্যবহারের জন্য হাতের গ্লাভস খোলার দরকার নেই। আর ডায়নামিক লোকাল রিফ্রেশ রেট ফিচার রিফ্রেশ রেটকে স্বয়ংক্রিয়ভাবে সামঞ্জস্য করে। যেমন ভিডিও দেখার সময় রিফ্রেশ রেট কম থাকবে আবার কমেন্ট স্ক্রোল করার সময় রিফ্রেশ রেট থাকবে 60, 90 বা 120Hz-এ।
প্রসেসর এবং ব্যাটারি: OnePlus 13-এ রয়েছে Qualcomm-এর Snapdragon 8 Elite চিপসেট। ব্যাটারিও অনেক উন্নত। OnePlus 12-এর 5,400 mAhএর ব্যাটারি ছিল। এতে 6,000৬,০০০mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে। ওয়ানপ্লাসের দাবি, একবার ফুল চার্জ দিলে দু’দিন চলবে। ডিভাইসটি 100W ওয়্যার্ড চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ডিভাইসে ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিংও দেওয়া হয়েছে।
ক্যামেরা সিস্টেম: OnePlus 12-এর মতো এতেও 50 মেগাপিক্সেলের LYT 808 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। তবে টেলিফটো এবং আল্ট্রাওয়াইড লেন্সগুলিতে আপগ্রেড করেছে কোম্পানি। দুটি লেন্সেই এখন 50 মেগাপিক্সেলের সেন্সর যোগ করা হয়েছে। Hasselblad ব্র্যান্ডিং যুক্ত এই ক্যামেরা সিস্টেমে ভিডিও গুণমানও অনেক উন্নত। 4K/60fps Dolby Vision ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
OnePlus 13-এ IP68 এবং IP69 রেটিং রয়েছে। ওয়াটার প্রুফ তো বটেই, উচ্চ জলের চাপেও ফোনের কোনও ক্ষতি হবে না। দেওয়া হয়েছে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ভেজা হাতেও ফোন আনলক করতে পারবেন ইউজার।