TRENDING:

স্মার্টফোনের এই বৈশিষ্ট্য এবার থাকবে হবে ফিচার ফোনেও

Last Updated:

স্মার্টফোনের এই বৈশিষ্ট্য এবার থাকবে হবে ফিচার ফোনেও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এতদিন শুধুমাত্র স্মার্টফোনেই মিলত এই সুবিধা, আগামী বছর থেকে ছোট খাটো ফিচার ফোনেও থাকবে এই সুবিধা ৷
advertisement

অচেনা, অজানা জায়গায় রাস্তা হারিয়ে ফেললে একমাত্র নিশ্চিন্ত ভরসার আশ্রয় হাতের মুঠোফোন ৷ খিদের মুখে ভালো রেস্তোরাঁর সন্ধানই হোক বা রাস্তাঘাটে প্রকৃতির ডাকে সাড়া দিতে শৌচালয়ের সন্ধান, সবেরই মুশকিল আসান স্মার্টফোনের GPS ৷

আর মাত্র ৫ মাস ৷ তারপর এই সুবিধা পাওয়া যাবে কম বাজেটের ফিচার ফোনেও ৷ প্যানিক বাটনের পর মহিলা ও সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবে সমস্ত ফোনে জিপিএস অর্থাৎ গ্লোবাল পজিশানিং সিস্টেম থাকা বাধ্যতামূলক বলে ঘোষণা করল ভারতের টেলিকম মন্ত্রক ৷ ২০১৮ সালের পয়লা জানুয়ারির পর জিপিএস ছাড়া কোনও ফোন তৈরি করা যাবে না ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

যেকোনও বিপদে বিপদগ্রস্থকে উদ্ধারে বা অপরাধীর ঠিকানা-বর্তমান অবস্থান জানার ক্ষেত্রেও অত্যন্ত উপকারী এই GPS ব্যবস্থা ৷ ফিচার ফোনও এই সুবিধা মিললে কম বাজেটের ফোনের আরও ব্যবহার বাড়বে বলে আশা করছেন মার্কেট বিশেষজ্ঞরা ৷ তবে একইসঙ্গে ফিচার ফোনের দামও এর ফলে বাড়তে পারে বলে আশঙ্কা ৷

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
স্মার্টফোনের এই বৈশিষ্ট্য এবার থাকবে হবে ফিচার ফোনেও