TRENDING:

স্কুটি কিনবেন? কোনটা কিনবেন বুঝতে পারছেন না? দাম আর মাইলেজে সেরা কোনটা দেখুন

Last Updated:

Best mileage scooty in India: এখানে কম দামে ভাল মাইলেজ দেয়, এমন স্কুটির হদিশ দেওয়া হল। শো-রুমে যাওয়ার আগে এই প্রতিবেদনে চোখ বোলাতেই হবে। তবে আর কোনও দ্বিধা-দ্বন্দ্ব থাকবে না মনে। কোন স্কুটার কিনবেন, সেই সিদ্ধান্ত নিতে পারবেন নিজেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নয়ের দশকের সেই বিজ্ঞাপনটা মনে আছে? জলে ভাসছে দুধ সাদা ইয়ট। এক ধনকুবেরের কেনার খুব ইচ্ছে। কোম্পানির কর্মী সব ঘুরিয়ে দেখালেন। ব্যাখ্যান করলেন গুণকীর্তণ।
advertisement

সব শুনেটুনে বিজ্ঞের মতো মুখ করে সেই ধনকুবের জিজ্ঞেস করলেন, ‘মাইলেজ কিতনি দেতি হ্যায়’? সোজা কথায়, মাইলেজ কত? কর্মী তো থ!

এ দেশের গ্রাহকের কাছে মাইলেজ শেষ কথা। অর্থাৎ এক লিটার পেট্রোলে কত কিমি চলবে। বাইক বা স্কুটি কেনার সময় ভারতীয় গ্রাহকরা দুটো জিনিস মাথায় রাখেন। এক দাম আর দুই হল মাইলেজ।

advertisement

আরও পড়ুন- ইঞ্জিনে সঠিক কুল্যান্ট ব্যবহার করছেন তো? না হলে বড়সড় ক্ষতি হতে পারে গাড়ির

এই দুটো জিনিস মনের মতো হলে আর কিছু চাই না। এখানে কম দামে ভাল মাইলেজ দেয়, এমন স্কুটির হদিশ দেওয়া হল। শো-রুমে যাওয়ার আগে এই প্রতিবেদনে চোখ বোলাতেই হবে।

হোন্ডা অ্যাক্টিভা ১২৫: হোন্ডা অ্যাক্টিভা ১২৫-এর দাম ৭৯,৮০৬ টাকা থেকে ৮৮,৯৭৯ টাকা। ১২৫ সিসি-র স্কুটি। ৫ রকম রঙে মিলছে। পার্ল নাইট স্টার্ট ব্ল্যাক, হেভি গ্রে মেটালিক, রেবেল রেড মেটালিক, পার্ল প্রিসিয়াস হোয়াইট এবং মিডনাইট ব্লু মেটালিক। মাইলেজ ৬০ কেএমপিএল।

advertisement

ইয়ামাহা রেজেডআর ১২৫ এফআই হাইব্রিড: ইয়ামাহা রেজেডআর ১২৫ এফআই হাইব্রিড স্কুটির দাম ৮৪,৭৩০ টাকা থেকে শুরু। ৫টি ভ্যারিয়েন্টে এবং ১২ রকম রঙে পাওয়া যায়। ১২৫ সিসি-র ইঞ্জিন ১০.৩ এনএম টর্ক জেনারেট করে। মাইলেজ ৭১.৩৩ কেএমপিএল।

টিভিএস এক্সএল ১০০: দেখতে অনেকটা লুনা বাইকের মতো। তবে এটাই দেশের সবচেয়ে ছোট ইঞ্জিনের বাইক। ৯৯.৭ সিসি-র সিঙ্গল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন। দাম ৪৪,৯৯৯ টাকা থেকে শুরু। সিঙ্গেল স্পিড গিয়ারবক্সও রয়েছে এতে। মাইলেজ ৮০ কেএমপিএল।

advertisement

আরও পড়ুন- TVS নিয়ে এল নয়া টু হুইলার, শক্তিশালী ইঞ্জিন-ডিস্ক ব্রেক, বাইক যেন চলবে হাওয়ায়!

ইয়ামাহা ফ্যাসিনো ১২৫ এফআই হাইব্রিড: ইয়ামাহা ফ্যাসিনো ১২৫ এফআই হাইব্রিড স্কুটির ১২৫ সিসি-র ইঞ্জিন। নজরকাড়া লুক। দাম ৮০,১০০ টাকা থেকে শুরু।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

ভারতে দুটি ভ্যারিয়েন্ট বিক্রি হয়, ডিস্ক ব্রেক ভ্যারিয়েন্ট এবং ড্রাম ব্রেক ভ্যারিয়েন্ট। সর্বোচ্চ ৮.৬ বিএইচপি শক্তি এবং ১০.৩ এনএম পিক টর্ক জেনারেট করে। মাইলেজ ৬৮.৭৫ কেএমপিএল।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
স্কুটি কিনবেন? কোনটা কিনবেন বুঝতে পারছেন না? দাম আর মাইলেজে সেরা কোনটা দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল