ফোনে 5G সাপোর্ট করবে কি না তা দেখার উপায় -
স্টেপ ১ - সবার প্রথমে নিজেদের অ্যান্ড্রয়েড ফোনের সেটিং অপশন খুলতে হবে।
স্টেপ ২ - সেটিং অপশন খোলার পর ওয়াইফাই এবং নেটওয়ার্ক অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ ৩ - এরপর সিম এবং নেটওয়ার্ক অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ ৪ - সিম এবং নেটওয়ার্ক অপশনে ক্লিক করলেই দেখা যাবে সেই ফোনে কোন নেটওয়ার্ক সাপোর্ট করবে। সেখানেই দেখা যাবে সেই ফোন 4G সাপোর্ট যুক্ত না 5G সাপোট যুক্ত।
advertisement
স্টেপ ৫ - সেই ফোন যদি 5G সাপোর্ট যুক্ত হয়, তাহলে সেখানে লেখা থাকবে 2G, 3G, 4G এবং 5G।
আরও পড়ুন: এবার Insta Reel শেয়ার করা যাবে Facebook-এও! আসছে নতুন ফিচার! জানুন
কিন্তু সেই ফোনে যদি 5G নেটওয়ার্ক সাপোর্ট না করে, তাহলে ইউজারদের 5G সাপোর্ট যুক্ত স্মার্টফোন কিনতে হবে। বর্তমানে ভারতের বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ধরনের 5G সাপোর্ট যুক্ত স্মার্টফোন নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে Realme ও Xiaomi-র ফোন। রিপোর্ট অনুযায়ী কোয়ালকম খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করতে চলেছে 5G ফোন, যা পাওয়া যাবে ১০ হাজার টাকার কমে। কিন্তু 5G স্মার্টফোন কিনে টাকা খরচ করার আগে, দেখে নেওয়া উচিত ফোন 5G সাপোর্ট করছে কি না। কারণ এমন অনেক ফোন রয়েছে, যেখানে আগে থেকেই 5G সাপোর্ট রয়েছে।