TRENDING:

5G Support Check: আপনার ফোন কি 5G সাপোর্ট করে? চেক করবেন কীভাবে? জানুন এই পদ্ধতিতে!

Last Updated:

5G Support Check: এক নজরে দেখে নেওয়া যাক ফোনে 5G সাপোর্ট করবে কিনা, তা চেক করার উপায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়া দিল্লি: ভারতে খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে 5G পরিষেবা। ভারতের কয়েকটি টেলিকম অপারেটর যেমন - Jio, Airtel এবং Vi খুব তাড়াতাড়ি চালু করতে চলেছে তাদের 5G সার্ভিস। কয়েকটি রিপোর্ট অনুযায়ী Jio এবং Airtel তাদের 5G সার্ভিস লঞ্চ করতে চলেছে এই মাসেই। আবার অন্য কয়েকটি রিপোর্ট অনুযায়ী ভারতে 5G সার্ভিস চালু করা হবে পরের বছর। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) জানিয়েছেন যে, ভারতে খুব দ্রুত চালু হতে চলেছে 5G সার্ভিস। এর গতি হতে চলেছে ৪জি সার্ভিসের দশগুণ। সুতরাং ভারতে যে কোনও মুহূর্তে চালু করা হতে পারে 5G সার্ভিস। কিন্তু বর্তমানে ভারতের প্রায় অধিকাংশ ইউজারের কাছেই রয়েছে 4G সার্ভিস যুক্ত ফোন। এখন প্রশ্ন হল, সেই সকল ফোনে কি 5G সাপোর্ট করবে? এক নজরে দেখে নেওয়া যাক ফোনে 5G সাপোর্ট করবে কিনা, তা চেক করার উপায়।
advertisement

ফোনে 5G সাপোর্ট করবে কি না তা দেখার উপায় -

স্টেপ ১ - সবার প্রথমে নিজেদের অ্যান্ড্রয়েড ফোনের সেটিং অপশন খুলতে হবে।

স্টেপ ২ - সেটিং অপশন খোলার পর ওয়াইফাই এবং নেটওয়ার্ক অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ ৩ - এরপর সিম এবং নেটওয়ার্ক অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ ৪ - সিম এবং নেটওয়ার্ক অপশনে ক্লিক করলেই দেখা যাবে সেই ফোনে কোন নেটওয়ার্ক সাপোর্ট করবে। সেখানেই দেখা যাবে সেই ফোন 4G সাপোর্ট যুক্ত না 5G সাপোট যুক্ত।

advertisement

স্টেপ ৫ - সেই ফোন যদি 5G সাপোর্ট যুক্ত হয়, তাহলে সেখানে লেখা থাকবে 2G, 3G, 4G এবং 5G।

আরও পড়ুন:  এবার Insta Reel শেয়ার করা যাবে Facebook-এও! আসছে নতুন ফিচার! জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

কিন্তু সেই ফোনে যদি 5G নেটওয়ার্ক সাপোর্ট না করে, তাহলে ইউজারদের 5G সাপোর্ট যুক্ত স্মার্টফোন কিনতে হবে। বর্তমানে ভারতের বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ধরনের 5G সাপোর্ট যুক্ত স্মার্টফোন নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে Realme ও Xiaomi-র ফোন। রিপোর্ট অনুযায়ী কোয়ালকম খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করতে চলেছে 5G ফোন, যা পাওয়া যাবে ১০ হাজার টাকার কমে। কিন্তু 5G স্মার্টফোন কিনে টাকা খরচ করার আগে, দেখে নেওয়া উচিত ফোন 5G সাপোর্ট করছে কি না। কারণ এমন অনেক ফোন রয়েছে, যেখানে আগে থেকেই 5G সাপোর্ট রয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
5G Support Check: আপনার ফোন কি 5G সাপোর্ট করে? চেক করবেন কীভাবে? জানুন এই পদ্ধতিতে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল