এই দুই ফোনে iOS 13 অপারেটিং সিস্টেম চলবে। iPhone 11 Pro আর iPhone 11 Pro Max ফোনে রয়েছে একটি 5.8 ইঞ্চি আর 6.5 ইঞ্চি Super Retina XDR OLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে A13 Bionic চিপ। IP68 সার্টিফায়েড এই দুই ফোনে জল ও ধুলতে কোন ক্ষতি হবে না।
iPhone 11 Pro আর iPhone 11 Pro Max ফোনের পিছনে থাকছে তিনটি করে ক্যামেরা। এই দুই ফোনের পিছনে একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সাথে থাকছে একটি 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 12 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। আর এই নতুন ক্যামেরা ডিজাইন নেটিজেনদের মনে করিয়ে দিচ্ছে অনেক কিছু - এমনও অনেক কিছু যা আমরা নিত্য দিন ব্যবহার করে থাকি। দেখে নিন -
advertisement
advertisement
advertisement
advertisement
Location :
First Published :
September 11, 2019 9:25 PM IST