দিল্লিতে এই মুহূর্তে অত্যন্ত প্রাসঙ্গিক তৃণমূল নেত্রী৷ বিজেপি বিরোধী জোটের অন্যতম মুখ তিনি ৷ ইতিমধ্যেই বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলির নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ দিন একুশের মঞ্চ থেকে অনাস্থা ভোটে মোদীর জয়কে তীব্র কটাক্ষ করে মমতা বলেন, 'আজ যদি জয়ললিতা বেঁচে থাকতেন, এআইএডিএমকে-র ভোট পেত না বিজেপি ৷ ২০১৯ সালে দেশ থেকে বিজেপি উত্খাত হবে বলেও জানিয়ে দেন তৃণমূলনেত্রী ৷ বিহার-পঞ্জাব-রাজস্থানেও ২০১৯-এ হারবে বিজেপি৷'
advertisement
দিল্লি জোটে যে মমতা বন্দ্যোপাধ্যায়ই কাণ্ডারি, তা আরও স্পষ্ট হয়ে গেল এ দিন মুখ্যমন্ত্রীর ব্রিগেডের সভার ডাকে ৷ মুখ্যমন্ত্রীর কথায়, একুশের অঙ্গীকার, ৪২ এ ৪২৷ ১৯ জানুয়ারি ব্রিগেডের সভায় উপস্থিত থাকবেন অন্য রাজ্যের নেতারাও ৷ ১৯ জানুয়ারি ব্রিগেড থেকেই কেন্দ্র দখলের ডাক দিলেন মমতা৷
advertisement
Location :
First Published :
July 21, 2018 3:01 PM IST