ওশিয়ারা থানায় অভিযোগ দায়ের করেছেন ‘আশিক বনায়া আপনে’-খ্যাত বাঙালি অভিনেত্রী তনু্শ্রী দত্ত ৷ ২০০৮ সালের ঘটনায় অভিযোগ দায়ের করেন অভিনেত্রী ৷
আরও পড়ুন: রাজ্যের সব জেলায় মদের দোকান খোলার সিদ্ধান্ত সরকারের
সম্প্রতি এক সাক্ষাৎকারে ১০ বছর আগে ‘হর্ন ওকে প্লিস’ ছবির সেটের একটি তিক্ত ঘটনার কথা শেয়ার করেন অভিনেত্রী ৷ প্রাক্তন বি-টাউন সেনসেশন এই বঙ্গ তনয়া জানান, ‘হর্ন ওকে প্লিস’ একটি গানের শুটিংয়ে নানা পাটেকরের সঙ্গে একটি ঘনিষ্ট দৃশ্য ছিল তাঁর ৷ সে সময়ই সবার সামনে তাঁকে হেনস্থা করেন নানা ৷ বিষয়টি সকলের চোখের সামনে হলেও কেউ তাঁর প্রতিবাদ করেননি বলেও অভিযোগ তোলেন অভিনেত্রী ৷
advertisement
Location :
First Published :
October 07, 2018 8:25 AM IST