TRENDING:

SAARC Meeting: সার্ক সম্মেলনের মাঝপথেই সভাকক্ষ ত্যাগ বিদেশমন্ত্রীর, বক্রোক্তি পাক বিদেশমন্ত্রীর

Last Updated:

তিনি জানিয়েছেন দেশে শান্তি ও সম্প্রীতি স্থাপনে সন্ত্রাসবাদকে শিকড় থেকে উপড়ে ফেলতে হবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নিউইর্য়ক: বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বৃহস্পতিবার নিউইয়র্কে সার্ক সম্মেলন চলাকালীন মাঝপথে সভাকক্ষ ছেড়ে বেরিয়ে এসেছেন ৷ তিনি সম্মেলনে সন্ত্রাসবাদ দমনের উপর জোর দিয়েছেন ব্যাপক রূপে ৷ তিনি আরও জানিয়েছেন আর্থিক বিকাশ, প্রগতি ও শান্তি-সুরক্ষা ব্যবস্থা আরও উন্নত করার ক্ষেত্রে বিশেষ করে জোর দিয়েছেন ৷
advertisement

তবে আর যা হোক তাঁর লক্ষে ছিল পাকিস্তানের সন্ত্রাসবাদ মামলায় মদতের বিরুদ্ধে তীব্র গর্জন ৷ তিনি জানিয়েছেন দেশে শান্তি ও সম্প্রীতি স্থাপনে সন্ত্রাসবাদকে শিকড় থেকে উপড়ে ফেলতে হবে ৷ তবে পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি সঙ্গে সাক্ষাৎ হয়নি ৷ তবে নিজের বক্তব্য শেষ করে চলে গিয়েছিলেন বিদেশমন্ত্রী ৷ তিনি পাক বিদেশমন্ত্রীর বিবৃতির জন্য অপেক্ষা করেননি ৷

advertisement

সূত্রের খবর বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ প্রথমে আফগানিস্থান, বাংলাদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ৷ তারপরে আমেরিকায় বসবাসকারী ভারতীয় সঙ্গে বৈঠক ও অন্য দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনার জন্যই মূলত মাঢপথে অনুষ্ঠান ছেড়ে গিয়েছিলেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে এই বিষয়ে পাক বিদেশমন্ত্রীর করা মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেই মনে করা হচ্ছে তিনি বলেচেন ভারতের বিদেশমন্ত্রী প্রথম নন যিনি মাঝপথে বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
SAARC Meeting: সার্ক সম্মেলনের মাঝপথেই সভাকক্ষ ত্যাগ বিদেশমন্ত্রীর, বক্রোক্তি পাক বিদেশমন্ত্রীর