আরও পড়ুন : কর্ণাটকে সরকার গড়তে ডাক বিজেপিকে, আগামীকাল ৯টায় শপথগ্রহণ ইয়েদুরাপ্পার
সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে রাত সাড়ে ৩টে পর্যন্ত চলা মামলার শুনানিতে এই হয়েছে সিদ্ধান্ত হয়েছে ৷ বিচারপতি অশোক ভূষনের ডিভিশন বেঞ্চ ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ৷ ইয়েদুরাপ্পার শপথ গ্রহণ অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না ৷
advertisement
কর্ণাটক বিধানসভার ভোর্টের ফলাফল ত্রিশঙ্কু ৷ একক ভাবে সরকার গঠন করার মত কারোরই পরিস্থিতি নেই ৷ সেই পরিস্থিতিতেই রাজ্যপাল বজুভাই বালা সব থেকে বড় দল হিসাবে বিজেপি-কে সরকার গড়তে আমন্ত্রণ জানিয়েছেন ৷ নিয়ম মাফিক ১৫ দিনের মধ্যে বিধানসভায় শক্তিপরীক্ষা দিতে হবে ইয়েদুরাপ্পা মন্ত্রীসভাকে ৷
রাজ্যপালের এই সিদ্ধান্তকে আসাংবিধানিক আখ্যা দিয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিল জেডিএস-কংগ্রেস ৷ এই মামলায় কংগ্রেস-জেডিএসের হয়ে সওয়াল করেছেন অভিষেক মনুসিংভি আর বিজেপির হয়ে সওয়াল করেছেন প্রাক্তন অ্য়াটর্নি জেনারেল মুকুল রোহত্যাগী ৷