TRENDING:

সুপ্রিম কোর্টের নির্দেশ, মুম্বইয়ে শর্তসাপেক্ষে খুলছে ডান্স বার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মহারাষ্ট্র সরকারের নির্দেশকে শিথিল করে ফের ডান্স বার ব্যবসার পক্ষেই মত দিল সুপ্রিম কোর্ট ৷ ডান্স বারের লাইসেন্স পাওয়া নিয়ে যে কঠোর নিয়মালী জারি করেছিল মহারাষ্ট্র সরকার, সেই নিয়মেই এবার পরিবর্তন করার পক্ষে মত দিয়েছে সর্বোচ্চ আদালত ৷ যার ফলে ডান্সবারগুলির ব্যবসা আবারও রমরমিয়ে চলবে বলেই মত উঠে আসছে ৷ এইসব ডান্সবারে ৫ থেকে সাড়ে ৫ ঘণ্টা নাচের সময়ও জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত ৷ সন্ধে ৬টা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকবে বারগুলি ৷
advertisement

শুধু তাই নয়, এই ধরনের নাচের সময় টিপসও দেওয়া যাবে, জানিয়েছে সুপ্রিম কোর্ট ৷ তবে টাকা পয়সা ওড়ানোর যে রীতি রয়েছে তাতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ রাজ্য সরকার যেভাবে ডান্সবার পুরোপুরি বন্ধের পথে হেঁটেছিল, তা কোনভাবে করা যাবে না, জানিয়েছে শীর্ষ আদালত ৷

আরও পড়ুন অবশেষে উদ্ধার মেঘালয়ের ১৫ জন খনন কর্মীর দেহ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় তো অনেকবার এসেছেন! কিন্তু জানেন কি দিঘায় প্রথম খাবারের হোটেল কোনটি বলতে পারলে আপনি
আরও দেখুন

ডান্সবারে সিসিটিভি লাগানোর যে নির্দেশ দিয়েছিল মহারাষ্ট্র সরকার, তাও বাতিল করেছে সুপ্রিম কোর্ট ৷ এছাড়া স্কুল বা কোন ধর্মস্থানের থেকে ১ কিলোমিটার দূরে থাকার যে নির্দেশ জারি করেছিল মহারাষ্ট্র সরকার, তাও বাতিল করেছে সুপ্রিম কোর্ট ৷

বাংলা খবর/ খবর/দেশ/
সুপ্রিম কোর্টের নির্দেশ, মুম্বইয়ে শর্তসাপেক্ষে খুলছে ডান্স বার