এর মধ্যে একটা অন্যতম হল চন্দ্রগ্রহের পর যত রান্না করা খাবার ঘরে মজুত থাকে সব ফেলে দেওয়া হয় ৷ আগেকার দিনে মনে করা হত, গ্রহণ আসলে রাহু-কেতুর ক্রোধ ৷ সেই সময় সকলকে অত্যন্ত সাবধানে থাকতে হয় ৷ এই সময় মানুষের নানারকম অনিষ্ট হওয়ার সম্ভাবনা থাকে ৷ এই সময় রান্না করা খাবারও বিষাক্ত হয়ে যায় ৷ ফলে তা খাওয়া উচিত নয় ৷
advertisement
আরও পড়ুন: কেন চাঁদ-সূর্যকে খেতে আসে রাহু, কেতু ? জানুন পুরাণের গল্প
পরে, বিজ্ঞানীরা জানান এই বিশ্বাসের পিছনে আসলে যুক্ত রয়েছে ৷ সাধারণ মানুষ সরল বিশ্বাসে যা এতদিন মেনে চলতেন তা আসলে বৈজ্ঞানিক ভিত্তি থেকেই এসেছে ৷ আসলে, গ্রহণের সময় এক প্রকার বিকিরণ ঘটে ৷ আর সূর্যগ্রহণের সময় হঠাৎই সূর্যরশ্মি পৃথিবীতে আসতে বাধা পায় ৷ ফলে পৃথিবীপৃষ্ঠের তাপমাত্রা হঠাৎই বেশ কমে যায় ৷ কম তাপমাত্রা এবং সূর্যালোকের অভাবে খাবারে জীবাণুর সংক্রমণ হতে পারে ৷ আর সেই কারণেই আগেকার দিনে খাবার ফেলে দেওয়ার রীতি ছিল ৷ তবে এই প্রথা এড়াতে গ্রহণের সময় সমস্ত খাবার ঢাকা দিয়ে রাখলেই হবে ৷ খাবার নষ্ট করার কোনও প্রয়োজন নেই ৷