TRENDING:

পর্নছবিতে কীভাবে এলেন সানি? উত্তর দেবে এই ছবি

Last Updated:

সানি লিয়ন, নাম শুনলেই অনেকে অভিনেত্রী কম বরং পর্নস্টার ভেবে ফেলেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সানি লিয়ন, নাম শুনলেই অনেকে অভিনেত্রী কম বরং পর্নস্টার ভেবে ফেলেন ৷ কিন্তু সানির কাছে এই পর্নস্টার ট্যাগটা সরানোই আসল উদ্দেশ্য ৷ আর তাই তো বিগবসে অংশ নিয়ে ভারতে এসেছিলেন সানি ৷ আর তারপর মহেশ ভাটের হাত ধরে বলিউডে পা ৷ একের পর এক ছবি ৷ টিভি শোয়ে সঞ্চালনা ? তবুও যেন নিজের অতীতকে কিছুতেই সরাতে পারছেন না, নিজের জীবন থেকে ৷ তবে এবার আর সরানো নয়, বরং অতীতকেই সানি বানাতে চলেছেন ভবিষ্যতের শক্ত খুঁটি ! শীঘ্রই সানি নিয়ে আসছেন নিজের বায়োপিক !
advertisement

সানির কেরিয়ার জার্নি খুব একটা সহজ ছিল না ৷ সাধারণ ঘরের মেয়ে থেকে সোজা পর্নস্টার ৷ কীভাবে ঘটল সানির জীবনে নানা ঘটনা৷ সেটাই উঠে আসবে সানি লিয়নের বায়োপিক ‘করণজিত্ কউর- দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’-এ ৷ এটি মূলত ওয়েব সিরিজ ফরম্যাটেই মুক্তি পাবে ৷

সম্প্রতি সোশ্যাল মিডিয়া সানি নিজেই শেয়ার করেছেন এই ওয়েব সিরিজের টিজার ৷ সানি লিখছেন, ‘আমার জীবন নিয়ে রহস্য শেষ ! খুব জলদিই খোলা বইয়ের মতো খুলে যাবে আমার জীবনের সব গল্প !’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
পর্নছবিতে কীভাবে এলেন সানি? উত্তর দেবে এই ছবি