সানির কেরিয়ার জার্নি খুব একটা সহজ ছিল না ৷ সাধারণ ঘরের মেয়ে থেকে সোজা পর্নস্টার ৷ কীভাবে ঘটল সানির জীবনে নানা ঘটনা৷ সেটাই উঠে আসবে সানি লিয়নের বায়োপিক ‘করণজিত্ কউর- দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’-এ ৷ এটি মূলত ওয়েব সিরিজ ফরম্যাটেই মুক্তি পাবে ৷
সম্প্রতি সোশ্যাল মিডিয়া সানি নিজেই শেয়ার করেছেন এই ওয়েব সিরিজের টিজার ৷ সানি লিখছেন, ‘আমার জীবন নিয়ে রহস্য শেষ ! খুব জলদিই খোলা বইয়ের মতো খুলে যাবে আমার জীবনের সব গল্প !’
advertisement
advertisement
Location :
First Published :
July 02, 2018 5:52 PM IST