TRENDING:

মেসিকে ছুঁলেন ভারতের সুনীল , ভারত অধিনায়কের কেরিয়ারের মাইলস্টোন একনজরে

Last Updated:

দারুণ ফর্মে থাকা সুনীল ভারতীয় ফুটবলের নতুন ব্র্যান্ড আইকন ৷ তবে শুধু যে গ্ল্যামার কোশেন্টেই তিনি সকলের পছন্দের তালিকায় তা নয় ৷ তাঁর পারফরম্যান্স তাঁর হয়ে কথা বলে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
# মুম্বই : দারুণ ফর্মে থাকা সুনীল ভারতীয় ফুটবলের নতুন ব্র্যান্ড আইকন ৷ তবে শুধু যে গ্ল্যামার কোশেন্টেই তিনি সকলের পছন্দের তালিকায় তা নয় ৷ তাঁর পারফরম্যান্স তাঁর হয়ে কথা বলে ৷
advertisement

ফিফা তালিকায় এখন ৯৭ নম্বরে ভারত ৷ কিন্তু ভারতের এই ১০০ –র মধ্যে থাকাটাও নিশ্চিন্ত নয় ৷ ফুটবল পরিকাঠামোয় আহামরি কিছু নয় ৷ সেখানের হাজার প্রতিকূলতা পেরিয়ে নিজের ফোকাস ঠিক রেখে সুনীল ছেত্রীর যাত্রা ৷

Indian team pose with the trophy. (AIFF)

advertisement

ইন্টারন্যাশানাল কাপের ফাইনালে সুনীল ছেত্রী দু‘টি গোল করেন ৷ কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ জিতে নেয় ভারত ৷ আর এরই সঙ্গে দেশের জার্সি গায়ে সবচেয়ে বেশি গোলের সংখ্যায় নতুন নজির তৈরি করলেন তিনি ৷ এখন তাঁর ও মেসির গোলের সংখ্যা এখন সমান ৷ দু‘জনেই আন্তর্জাতিক আঙিনায় ৬৪ টি গোল করেছেন ৷

advertisement

এবার সেরা গোল স্কোরারদের তালিকায় সুনীলের সামনে শুধু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, যাঁর গোলের সংখ্যা বেশি ৷

২০০২ সালে পেশাদার ক্লাব ফুটবলে পা রাখেন সুনীল ছেত্রী ৷ মোহনবাগানের জার্সিতে খেলেছেন তিনি ৷ সেখান থেকে পঞ্জাবের জেসিটি-তে খেলতে যান তিনি ৷ ৪৮ ম্যাচে ২১ গোল করেন তিনি ৷ ২০১০ সালে মেজর লিগ সকারে কানসাস সিটি উইজার্ডের হয়ে খেলেন তিনি ৷ ভারতীয় উপমহাদেশের তৃতীয় ফুটবলার হিসেবে এই লিগে খেলার যোগ্যতা অর্জন করেন তিনি ৷

advertisement

(PTI Photo/Mitesh Bhuvad)

চাইনিজ তাইপেই বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচে হ্যাটট্রিক করে ডেম্পসিকে টপকে যান ৷ এবং ছুঁয়ে ফেলেন ডেভিড ভিয়াকে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

২০০৭ , ২০০৯, ২০১২ সালে ভারতকে নেহেরু কাপ জেতাতে সাহায্য করেছিলেন তিনি ৷ জিতিয়েছিলেন ২০১১ –র সাফ চ্যাম্পিয়নশিপ ৷ ২০০৮ সালের এএফসি চ্যালেঞ্জ কাপে সেরা প্লেয়ার হন ৷ এই পারফরম্যান্সের সুবাদেই ২৭ বছরে প্রথমবার এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করে ভারত ৷ ২০০৭, ২০১১, ২০১৩, ২০১৪ সালে এআইএফএফের বর্ষসেরা ফুটবলার হন সুনীল ছেত্রী ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
মেসিকে ছুঁলেন ভারতের সুনীল , ভারত অধিনায়কের কেরিয়ারের মাইলস্টোন একনজরে