TRENDING:

নাসিকের কাছে ভেঙে পড়ল সুখোই যুদ্ধবিমান

Last Updated:

নাসিকের কাছে ভেঙে পড়ল সুখোই এসইউ-৩০ ফাইটার জেট ৷ হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেডের অধীনে যুদ্ধবিমানটির পরীক্ষা নিরীক্ষা চলছিল ৷ সেই সময়ই ভেঙে পড়ে বিমানটি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: নাসিকের কাছে ভেঙে পড়ল সুখোই এসইউ-৩০ ফাইটার জেট ৷ হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেডের অধীনে যুদ্ধবিমানটির পরীক্ষা নিরীক্ষা চলছিল ৷ সেই সময়ই ভেঙে পড়ে বিমানটি ৷
advertisement

ভারতীয় বায়ূসেনা সূত্রের খবর, ওই যুদ্ধবিমানে ভারতীয় বায়ূসেনার দু’জন পাইলট ছিলেন ৷ যদিও তারা দু’জনেই একেবারেই সুরক্ষিত রয়েছেন ৷ সুখোই যুদ্ধবিমানটি পরীক্ষা করার জন্যই চালানো হচ্ছিল ৷ কিন্তু টেকনিক্যাল কিছু ত্রুটি থাকার কারণেই ভেঙে পড়ে বিমানটি ৷ প্রাথমিক তদন্তে পর এমনটাই জানা যাচ্ছে ৷ পাইলটদের মধ্যে একজন ছিলেন ভারতের বায়ূসেনার অবসরপ্রাপ্ত পাইলট ৷ যিনি সম্প্রতি হ্যাল(HAL)-এ টেস্ট পাইলট হিসেবে নিযুক্ত হয়েছেন ৷

advertisement

প্রত্যক্ষদর্শীদের মতে, নাসিকের কাছে গোরঠান গ্রামের মাঠে ভেঙে পড়ে বিমানটি ৷ আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে গোটা গ্রাম ৷ যুদ্ধবিমানটি থেকে দাউদাউ করে আগুন বেরোতে থাকে ৷ যার জেরে পুরো বিমানটিই ক্ষতিগ্রস্থ হয়ে গিয়েছে ৷ যদিও কোনও হতাহতের খবর মেলেনি ৷ গোটা এলাকাটিকে ঘিরে ফেলে চলছে উদ্ধারকাজ ৷

বাংলা খবর/ খবর/দেশ/
নাসিকের কাছে ভেঙে পড়ল সুখোই যুদ্ধবিমান