অদিতি রাও হায়দারি-কে দেখা যাবে রেনু সালুজার চরিত্রে। কিন্তু সুধীর কে হবেন? সেটা এখনও নিশ্চিত করেননি সুধীর নিজেই!
আরও পড়ুন- ”দে আর লিটল মিরাকলস”… ব্লগ-এ আরাধ্যাকে নিয়ে লিখতে লিখতে ইমোশনাল বিগ বি
‘ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট অফ ইন্ডিয়া’-র ছাত্রী রেণু সালুজা ছিলেন প্রখ্যাত সম্পাদক। ১৯৮৯-এ ‘পারিন্দা’, ১৯৯১-এ ‘ধারাভি’, ১৯৯৩-এ ‘সর্দার’ ও ১৯৯৯-এ ‘গডমাদার’-এর জন্য পান জাতীয় পুরস্কার।
advertisement
সুধীর মিশ্রার ভাষায়, ”আজ আমি যা হয়েছি, সবটাই রেণুর জন্য। অনেকদিন ধরেই ওঁকে নিয়ে ছবি বানাতে চাইছিলাম। এতদিনে পারলাম।”
আরও পড়ুন- মুক্তি পেল মাজিদ মাজিদি-র হিন্দি ছবি ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’-এর দ্বিতীয় ট্রেলার
সুধীরের আগে পরিচালক বিধু বিনোদ চোপড়ার সঙ্গে বিয়ে হয় রেণু সালুজার। বিচ্ছেদের পরও তাঁরা ছিলেন ভাল বন্ধু। একসঙ্গে কাজও করেছেন। ইন ফ্যাক্ট ‘মিশন কাশ্মীর’-এর এডিটিংও করছিলেন রেণু। কিন্তু শেষ আর করা হয়নি। ছবির কাজ চলতে চলতেই, ২০০০ সালে চলে যান রেণু সালুজা। এই ছবিতে থাকবে বিধু বিনোদ চোপড়ার উল্লেখও ।