TRENDING:

গ্রামের ছোট্ট স্কুল পড়ুয়ারা দু’হাতে লিখতে পারে, পাঁচ ভাষায় সমান দক্ষ

Last Updated:

মধ্যপ্রদেশের সিংরাউলি জেলার বুধেলা গ্রামে অবসর প্রাপ্ত সেনাকর্মী বিপি শর্মা ১৯৯৯ বীণা বন্দিনী স্কুল নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের সূচনা করেন ৷ স্কুল পড়ুয়ারা পাঁচটি ভাষায় সমান দক্ষ এবং দুহাতে লিখতে পারে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভোপাল: মধ্যপ্রদেশের সিংরাউলি জেলার বুধেলা গ্রামে অবসর প্রাপ্ত সেনাকর্মী বিপি শর্মা ১৯৯৯ বীণা বন্দিনী স্কুল নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের সূচনা করেন ৷ স্কুল পড়ুয়ারা পাঁচটি ভাষায় সমান দক্ষ এবং দুহাতে লিখতে পারে ৷
advertisement

আরও পড়ুন  :  ঝড়ের রাতের নারকীয় ঘটনা ! উদ্ধার মহিলার ক্ষত-বিক্ষত নগ্ন দেহ

বিপি শর্মা তাঁর কর্মকালে একটি পত্রিকায় পড়েন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ দুহাতে লিখতে পারতেন ৷ রাজেন্দ্র প্রসাদের বিশেষ প্রতিভাই তাঁকে আকৃষ্ট করে ৷ সেই আদর্শকে পাথেয় করেই তিনি একটি স্কুল প্রতিষ্ঠা করেন ৷ বিশেষত দলিত পরিবারের সন্তানেরাই এখানকার শিক্ষারর্থী ৷ বিপি শর্মার এই উদ্যোগের মান্যতা দিয়েছে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা ৷

advertisement

গবেষণা বলছে অত্যন্ত কম সংখ্যক মানুষের মধ্যেই এরকম বিরল প্রতিভা  থাকে ৷ বিপি শর্মা তাঁর স্কুলে পড়ুয়াদের নিয়মিত  ১০-২০ মিনিট দু হাতে লেখা শেখান ৷ জীবনের চলার পথে সমান দক্ষ করে তোলার জন্যই এই প্রচেষ্টা ৷

আরও পড়ুন  : স্বাধীনতার ৭০ বছর পরেও কাঠুয়া গণধর্ষণের ঘটনা লজ্জাজনক, নিন্দায় সরব রাষ্ট্রপতি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

পড়ুয়াদের হিন্দি, ইংরেজি, সংস্কৃত, উর্দু, স্প্যানিশ পড়ানো হয় ৷ আপাতত স্কুল অষ্টমান ৷ স্কুলের ছাত্র সংখ্যা প্রায় দুশোর কাছাকাছি ৷ স্কুলের উদ্দেশ্য পড়ুয়াদের আরও শক্ত সামর্থ করা ৷ পরবর্তীকালে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষায় গেলে অন্যদের থেকে বেশ কয়েক পদক্ষেপ এগিয়ে থাকে বিপি শর্মার ছেলে মেয়েরা ৷

বাংলা খবর/ খবর/দেশ/
গ্রামের ছোট্ট স্কুল পড়ুয়ারা দু’হাতে লিখতে পারে, পাঁচ ভাষায় সমান দক্ষ