স্টিভেন স্পিলবার্গের ছবির সেটে কাজ করতে গিয়ে এমনিতেই ভয়ে থাকেন নতুন অভিনেতারা। তবে 'রেডি প্লেয়ার ওয়ান'-এর অভিনেতাদের উপর চাপটা একটু বেশিই ছিল। কারণ, সময়ে অসময়ে স্পিলবার্গের সঙ্গে দেখা করতে সেটে পৌঁছে যেতেন টম ক্রুজ, জর্জ লুকাস, হ্যারিসন ফোর্ডের মতো স্টারেরা। তাবড় এই তারকাদের হঠাৎ চোখের সামনে দেখে মাঝেমধ্যেই অপ্রস্তুতে পড়তে হয়েছে ছবির অভিনেতাদের।
advertisement
তাঁর ছবির মতোই ছবি তৈরির প্রক্রিয়াও যে জমজমাট তা স্পষ্ট।
Location :
First Published :
March 29, 2018 9:10 PM IST
