ইসলামপুরের দাড়িভিটে দুই ছাত্রের মৃত্যুর প্রতিবাদ। বুধবার বাংলা বনধের ডাক দিয়েছে্ বিজেপি। সেই বনধ মোকাবিলায় কড়া অবস্থান নিচ্ছে রাজ্য। এই নিয়ে সোমবার নবান্নে পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠকে বসে মন্ত্রিগোষ্ঠী। বৈঠক শেষে পার্থ চট্টোপাধ্যায় মানুষকে নির্ভয়ে রাস্তায় বেরোনর আহ্বান জানান।
বুধবার রাস্তায় বেরিয়ে কারও যাতে কোনও অসুবিধা না হয়, সেজন্য অতিরিক্ত বাস, ট্রাম, জলযান চালাবে পরিবহণ দফতর। বনধ মোকাবিলায়-
advertisement
-পথে থাকবে ৪ হাজার সরকারি বাস
-অন্যদিনের তুলনায় ৮০০ বাস বেশি থাকবে
-শিয়ালদহ, হাওড়া, বিমানবন্দরে অতিরিক্ত বাস
-কলকাতায় অতিরিক্ত ৫০টি ট্রাম চলবে
-কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় থাকছে বাড়তি জলযান
-৪৫টি অতিরিক্ত জলযান চলবে
-গাড়ি ভাঙচুরে থাকছে বিমার ব্যবস্থা
-প্রত্যেক জেলা ও কলকাতায় কন্ট্রোল রুম থাকবে
বনধের দিন কোনও সরকারি কর্মী অফিসে গরহারিজ থাকলে বা অর্ধেক ছুটি নিলে, তাঁর বেতন ও ছুটিতে কোপ পড়বে। বনধের আগের ও পরের দিনও ছুটি নেওয়া চলবে না। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দফতর।
বিজেপির বনধকে অবৈধ ঘোষণার দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার তার শুনানির সম্ভাবনা। পাশাপাশি, ইসলামপুরে গুলি চালানোর ঘটনায় নিরপেক্ষ তদন্ত বা বিচারবিভাগীয় তদন্তের দাবিতে আরও একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।
চলতি সপ্তাহেই হাইকোর্টে গুলি চালানোর মামলায় শুনানির সম্ভাবনা।