পুরবৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে,
কলকাতার ১৬টি বরোতে মিনি মেকানাইজড কসাইখানাও করবে পুরসভা।
- আপাতত ৮টি বরোতে মিনি মেকানাইজড কসাইখানা
- প্রতিটির জন্য খরচ ১ কোটি টাকা
- প্রতি বরোতে তৈরি হবে নজরদারি দল
- পুরসভাকে বছরে ৩ কোটি টাকা মঞ্জুর রাজ্যের
- ২৪ ঘণ্টা বাজারে নজরদারি ও অভিযান
- ফুড সেফটি অফিসার ও ভেটেরিনারি অফিসারের শূন্যপদ পূরণ
advertisement
- কাজের সময়েরও পরিবর্তন করবে পুরসভা
আরও পড়ুন: ভাগাড়কাণ্ডের জেরে প্রায় ৫০শতাংশ মাংস বিক্রির চাহিদা কম নিউমার্কেটের বাজারে
চিড়িয়াখানার পশুদের উচ্ছিষ্ট নিয়ে বিতর্ক শুরু হওয়ায় সুনির্দিষ্ট অবস্থান নিয়েছে পুরসভা । বাজার থেকে পাওয়া মাংসের নমুনার ডিএনএ টেস্ট হবে কল্যাণী ও প্রাণিসম্পদ বিকাশ দফতরে। কলকাতায় পাঁচ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে উন্নত ল্যাবরেটরি । শনিবার এই নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে । এছাড়াও সরকারি আউটলেটেও মাংস পরীক্ষা করে পাঠানো হবে । মাংসের পরীক্ষা ঠিকমতো হচ্ছে কিনা, নজরদারি চালাবে প্রাণিসম্পদ বিকাশ দফতর ।