এসএসসির প্যানেলে অনিয়মের অভিযোগে মামলা কয়েকজন পরীক্ষার্থীর। তারপরই চাঞ্চল্যকর অভিযোগ। মামলা তুলতে চাপ দেওয়ার অভিযোগ। ফোনে ঘনঘন হুমকি পাচ্ছেন মামলাকারীরা। সেই কথোপকথনের টেপ নিউজ18 বাংলার হাতে।
ফোনে বলা হয়- ‘আপনি দেখুন, নিয়োগ আটকে কিছু করতে পারবেন না। অ্যাডভোকেট জেনারেল কোর্টে যা জানানোর,জানিয়েছে। নিয়োগ আপনি কেন, কেউ আটকাতে পারবে না। অটোমেটিক্যালি নিয়োগ হবে। এজি কোর্টকে বলেছেন, স্টে করবেন না। অনগোয়িং প্রসেস চলবে ৷’
advertisement
আরও পড়ুন
দেশের ‘বেটি’দের কথা ভেবে এই স্কিমে পরিবর্তন আনল মোদি সরকার
এসএসসির পরীক্ষা নিয়ে ফায়দা তুলতে কী সক্রিয় কোনও চক্র? তাই কী নাম ভাঁড়িয়ে এভাবে হুমকি? এসএসসি চেয়ারম্যান সহ কর্তাদেরও নাম ভাঙানোর সাহস দেখাচ্ছে কারা?
যারা ফোনে হুমকি দিচ্ছেন, তাঁরা নাকি স্কুল সার্ভিস কমিশনের অন্দরের খবরও জানেন? ফোনে বলা হয়েছে, ‘আমাদের ব্যাপারটা রেডি। কিছুদিনের মধ্যেই মিটে যাবে। চেয়ারম্যানের সঙ্গে কথা বলব। চেয়ারম্যান কথা দিয়েছে। কথাবার্তা চলছে। আমরা আভাস পেয়েছি।’
মামলাকারীদের তরফে অভিযোগ পেয়ে তৎপর হয়েছে স্কুল সার্ভিস কমিশন। কমিশনের তরফে পুলিশের সঙ্গেও যোগাযোগও করা হয়েছে। হাইকোর্টে মামলা উঠলে বিষয়টি আদালতের নজরেও আনতে চান আবেদনকারীরা।