বুধবার বিকাশ ভবন অভিযান করলেন এসএসসি প্রার্থীরা ৷ অবিলম্বে চাকরি ও নিয়োগের দাবিতে ব্যানার হাতে, থালা বাজিয়ে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখান রাজ্যের কয়েকশো হবু শিক্ষক ৷ তাদের দাবি, শূন্যপদ পূরণ না হওয়া পর্যন্ত চালিয়ে যেতে হবে কাউন্সেলিং ৷ একইসঙ্গে নিয়োগে স্বচ্ছতা রক্ষায় পুরো প্রক্রিয়া ওয়েবসাইটে প্রকাশের দাবি তোলেন শিক্ষকপদে চাকরিপ্রার্থীরা ৷
advertisement
আরও পড়ুন
নৃশংস! বুকে পিস্তল ঠেকিয়ে স্বামীর কান কেটে নিলেন স্ত্রী
এই মুহূর্তে আদালতে এসএসসি-র নিয়মভঙ্গের অভিযোগ তুলে দায়ের একাধিক মামলা ৷ একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগে মেধাতালিকা প্রকাশ না করে কাউন্সেলিংয়ের ডাক দেওয়ায় মামলা দায়ের করেছিলেন চাকরিপ্রার্থীরা ৷ তাতে কাউন্সেলিংয়ে স্থগিতাদেশ দেয় আদালত ৷ পরে আদালতের নির্দেশ মতো মেধাতালিকা প্রকাশ করা হলেও তাতে নির্দিষ্ট স্কোর কার্ড না থাকায় ফের অস্বচ্ছতার অভিযোগ তুলে ফের গতকাল অর্থাৎ মঙ্গলবার দায়ের হয় একটি মামলা ৷ এছাড়া ২০১২ সালের উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের প্যানেলে নাম থাকা সত্ত্বেও কাউন্সেলিংয়ে ডাক না পাওয়ার অভিযোগে চাকরিপ্রার্থীরা আদালতের দ্বারস্থ হন ৷
আরও পড়ুন
‘বিয়ে মানেই এটা নয় যে, যৌনসঙ্গমের জন্য সবসময় তৈরি থাকতে হবে’