আরও পড়ুন : মালদহে তৃণমূলের প্রচারের শেষ বেলায় বসেছে তারকার মেলা
পুলিশ সূত্রে খবর বেশ কয়েক বছর আগে ওই এনবিএফসি সংস্থা থেকে শ্রীলেখা ঋণ পরিষেবা নিয়েছিলেন ৷ তাঁর নামে একটি ইএমআই কার্ড ও ইস্যু করেছিল ওই সংস্থা ৷ তিনি সময় মত ঋণও পরিশোধ করেছিলেন ৷ তারপর ২০১৭ সালের মাঝামাঝি সময় থেকে থেকে প্রতি মাসে ৬,০০০ টাকা করে কেটেছিল ওই ঋণ প্রদানকারী সংস্থাটি ৷
advertisement
কিছুদিন আগে টের পেয়েছেন শ্রীলেখা ৷ ঋণ পরিষেবা নেওয়ার সময়ে যে নথি জমা দিয়েছিলেন সেই নথি থেকেই সই জাল করেই সংস্থার কোনও কর্মী ১ লক্ষ ১৮ হাজার টাকার জালিয়াতি করেছেন ৷ ঘটনার তদন্তে পুলিশ ৷
Location :
First Published :
May 13, 2018 7:55 AM IST