ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পঞ্জাব। শুরুটা ভাব হয়মি সিএসকের। ৪৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল চেন্নাই। শেইক রাশিদ ১১, আয়ূষ মাহতে ৭ ও রবীন্দ্র জাদেজা ১৭ রান করে আউট হন। সেখান থেকে দলের ইনিংসের রাশ ধরেন স্যাম কুরান ও ডিওয়াল্ড ব্রেভিস। আক্রমণাত্মক ব্যাটিং করেন দুই তরুণ তারকা। অর্ধশতরানের পার্টনারশিপও পূরণ করেন। জুটিতে ৭৮ রান যোগ করেন তারা। ১২৬ রানে চতুর্থ উইকেট পড়ে সিএসকের। ৩২ করে আউট হন ব্রেভিস।
advertisement
অপরদিকে, স্যাম কুরান নিজের ইনিংস চালিয়ে যান। একের পর এক মারকাটারি শট খেলেন তিনি। নিজের হাফ সেঞ্চুরিও পূরণ করেন। দলের ১৭২ রানের মাথায় আউট হন স্যাম কুরান। ৪৭ বলে ৮৮ রান করেন তিনি। এরপর ক্রিজে আসেন এমএস ধোনি। একটি ছয়, একটি চার মেরে ৪ বলে ১১ করে আউট হন তিনি। শেষের দিকে চেন্নাই সুপার কিংসের ইনিংসে একা ধস নামিয়ে দেন যুজবেন্দ্র চাহল। এক ওভার ৪ উইকেট নেওয়ার পাশাপাশি নিজের আইপিএল কেরিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিকও করেন তিনি। ১৮৪ রানে ৫ উইকেট থেকে ১৯০ রানে অলআউট হয়ে যায় চেন্নাই। ৩২ রান দিয়ে ৪ উইকেট নেন চাহল।