তারপর অবশ্য ২০১৩ সালে তিনি বাদ পড়ে যান একদিনের দল থেকে। কাম ব্যাক হয় ২০১৭ সালে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে যুবরাজ জানিয়েছেন বিরাট কোহলি না থাকলে চার বছর পর তিনি ভারতের জার্সিতে ফিরতে পারতেন না। তার সবচেয়ে বড় কারণ নাম না করলেও বোধ হয় মহেন্দ্র সিং ধোনি। কিন্তু বিরাট সব সময় যুবরাজের প্রতি বিশ্বাস রাখতেন এবং বড় দাদার মতো দেখতেন।
advertisement
যুবরাজকে তিনি কথা দেন ফিটনেস টেস্টে পাশ করতে পারলে তার জাতীয় দলে ফেরা কেউ আটকাতে পারবে না। তাই তিন মাস প্রচুর পরিশ্রম করেন যুবরাজ। এবং ফিটনেস টেস্ট উত্তীর্ণ হন। যুবরাজ জানিয়েছেন বিরাটের বিশ্বাস এবং ভালোবাসা তিনি ভুলতে পারবেন না। জীবনের শেষ দিন পর্যন্ত কৃতজ্ঞ থাকবেন। কিন্তু পাশাপাশি ভারতীয় বোর্ডের ওপর রাগ আছে যুবরাজের।
তিনি মনে করেন তাকে সঠিকভাবে বিদায় জানানো হয়নি। একটা বেনিফিট ম্যাচ পর্যন্ত আয়োজন করা হয়নি। বোর্ডের কাছে এইটুকু সম্মান আশা করেছিলেন তিনি। যুবরাজকে প্রশ্ন করা হয় আসন্ন একদিনের বিশ্বকাপে আবার দেশের মাটিতে খেলবে ভারত যেমনটা হয়েছিল ২০১১ তে। ভারত কি পারবে আবার চ্যাম্পিয়ন হতে নিজেদের দেশে?
যুবরাজ জানিয়েছেন ভারতের সেই কোয়ালিটি আছে। কিন্তু অন্তত একজন অলরাউন্ডার এবং দুজন ব্যাটসম্যানকে টানা পারফর্ম করতে হবে। অনেকটা নির্ভর করবে ফিরে আসার পর বুমরাহ কেমন পারফর্ম করেন। যুবি পরিষ্কার জানিয়ে দিয়েছেন ভারতকে ঘরের মাঠে খোলা মনে খেলতে হবে। সাহসী ক্রিকেট খেলতে পারলে সব সম্ভব। তিনি বরাবরের মতো আশাবাদী ১২ বছর পর আবার বিশ্ব চ্যাম্পিয়ন হবে ভারত।