স্টাইল এবং শক্তির অসাধারণ মিশেল। দুরন্ত স্ট্রোক প্লে এবং পরিণত ব্যাটিং দেখলাম। অনেক শুভেচ্ছা তোমাদের দুজনকে। এভাবেই চালিয়ে যাও। ধারাবাহিকতা বজায় রাখ। এদিন ভারত টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দল৷ বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে খেলা যস্তিকা ভাটিয়া এদিন ৩১ রান করেন৷
advertisement
অধিনায়ক মিতালি রাজ ও দীপ্তি শর্মা এদিন ফ্লপ -দুজনে যথাক্রমে ৫ ও ১৫ রান করেন৷ এরপর ওপেনার স্মৃতি মন্ধনার সঙ্গে জুটি বেঁধে দলের স্কোর এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন হরমনপ্রীত কউর৷ এদিন স্মৃতি মন্ধানা ১১৯ বলে ১২৩ রান করেন, তাঁর ইনিংস এদিন সাজানো ১৩ টি চার ও ২ টি ছয় দিয়ে৷ এর পাশাপাশি হরমনপ্রীত কউর ১০৭ বলে ১০৯ রান করেন৷ তাঁর এদিনের ইনিংস সাজানো ১০ টি চার ও ২ টি ছয় দিয়ে৷
বিশ্বকাপের মঞ্চে দুজনেই এদিন শতরানের পাশাপাশি জুটিতে তুললেন ১৮৪ রান৷ যা বিশ্বকাপের মঞ্চে ভারতীয় মহিলা জুটির তোলা সেরা পার্টনারশিপ৷ ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন স্মৃতি মন্ধনা। তবে পুরস্কার নিতে এসে তিনি ট্রফি ভাগ করে নিয়েছেন হরমানপ্রীতের সঙ্গে। আইসিসিকে স্মৃতি অনুরোধ করেছেন দুটো ট্রফি দিতে। কারণ তিনি মনে করেন হরমনপ্রীত ওই দুর্ধর্ষ পারফরম্যান্স না করলে, এত বড় রান তোলা সম্ভব হত না।
একে অপরের খেলার স্টাইল সম্পর্কে তারা অবগত মনে করেন স্মৃতি। যেমন হরমানপ্রীত স্পিনারদের বিরুদ্ধে বড় শট খেলতে পছন্দ করেন, তেমনই ফাস্ট বোলারদের বিরুদ্ধে স্বচ্ছন্দ স্মৃতি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাজয়ের পর এই জয় আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে বললেন স্মৃতি মান্ধানা।