সোশ্যাল মিডিয়ায় য়ে ছবি শেয়ার করেছেব যুবরাজ সেখানে হ্যাজেল কিচের কোলে তাদের পুত্র সন্তান। আর যুবরাজ সিংয়ের কোলে সদ্যজাত কন্যা সন্তান। ছবি পোস্ট করে যুবরাজ সিং লিখেছেন,”নিদ্রাহীন রাতগুলি অনেক বেশি আনন্দদায়ক হয়ে উঠেছে কারণ আমরা আমাদের ছোট্ট রাজকন্যা অরাকে স্বাগত জানাই এবং আমাদের পরিবার এখন সম্পূর্ণ হয়েছে।”
আরও পড়ুনঃ Asia Cup 2023 Female TV Presenters: এশিয়া কাপে সুন্দরীদের মেলা! এবার মাঠের বাইরেও থাকবে আলাদা আকর্ষণ
যুবরাজ সিং সুখবর শেয়ার করার মুহূর্তের মধ্যে এই পোস্ট সোশ্যাল মিডিয়া ঝড় তোলে। যুবরাজ সিংয়ের ফ্যান ও অনুরাগীরা অভিনন্দন জানিয়েছেন এবং তাদের মঙ্গল কামনা করেছেন। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, “অভিনন্দন! খুশি থাকুন!” অপর একজন লিখেছেন, “ঈশ্বর আপনার পরিবারের মঙ্গল করুন.” তৃতীয় লিখেছেন, “এটি খুবই আনন্দদায়ক। অনেক অনেক অভিনন্দন।”