গতকাল রাতে ফাইনালে রাজস্থান রয়্যালস দল, গুজরাট টাইটানসের কাছে হেরে যায়। সেখানেই ১৮ হাজার টাকা হেরে যায় কৃষ্ণ। এরপরই সে মৃত্যুর পথ বেছে নেয় বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।
কৃষ্ণর বাবা শ্যামল সাহা দিনমজুর। মা রীনা সাহা একজন গৃহবধু। সোমবার সকালে ছেলে দরজা খুলছে না দেখে ঘরের জানালা দিয়ে রীনাদেবীই প্রথম কৃষ্ণকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। শ্যামলবাবু বলেন ছেলে স্নাতক হওয়ার পর এই দু'মাস হলো একটি সংস্থার সাথে ব্যাঙ্কের টাকা আদানপ্রদানের গাড়িতে নিরাপত্তা কর্মীর কাজে ঢুকেছিল। কিন্তু ও যে এভাবে খেলায় টাকা লাগাচ্ছে আমি ঘুনাক্ষরেই টের পাইনি।
advertisement
অন্যদিকে কৃষ্ণর দাদা বলরাম সাহা কথা হারিয়েছেন। তিনি শুধু বলেন ‘‘জুয়ায় টাকা লাগিয়ে আমার ভাইটা চলে গেল। আমি চাই না আর কারোর ভাই এভাবে চলে যাক। জুয়া বন্ধ করতে উদ্যোগী হোক পুলিশ-প্রশাসন।’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 31, 2022 7:13 AM IST