বিশাল সংখ্যক ভারতীয় মেসির ফ্যান। শুধু মেসি নন, বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ফুটবল দলের হয়েও গলা ফাটান তাঁরা। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে উন্মাদনা সবচেয়ে বেশি। এই যুবসমাজের মন জয় করতেই ইপ্পি এবং বিঙ্গোর আবির্ভাব। উত্তেজনা, কৌতুক এবং নিখাদ আনন্দের মিশেল, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আদর্শের সঙ্গে অনায়াসে মিশে যেতে পারে।
advertisement
জানা গিয়েছে, স্ট্র্যাটেজিক পার্টনারশিপের অংশ হিসেবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিপুল ফ্যান বেসকে কাজে লাগাবে ইপ্পি এবং বিঙ্গো। এ জন্য নেওয়া হচ্ছে একাধিক উদ্যোগ। ক্রেতা বা অংশগ্রহণকারীরা ম্যাচের টিকিট জেতা থেকে পছন্দের ফুটবলারের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। এর সঙ্গে ব্র্যান্ডেড পণ্য, স্মারক জেতার সুযোগ তো থাকছেই। অ্যাসোসিয়েশনের মাধ্যমে ব্র্যান্ড তাদের বাজারকে আরও বাড়াবে এবং ফুটবলকে উদযাপন করবে।
এই পার্টনারশিপের অংশ হিসেবে ইপ্পি এবং বিঙ্গো আইটিসি সোনার-এ একটি অনুষ্ঠানে লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, জুলিয়ান আলভারেজ এবং এমিলিয়ানো মার্টিনেজের মতো তারকা ফুটবলারদের পণ্য এবং স্মারক উন্মোচন করে।
এই প্রসঙ্গে আইটিসি ফুডসের ভাইস প্রেসিডেন্ট ও মার্কেটিং, স্ন্যাকস, নুডলস অ্যান্ড পাস্তার প্রধান, সুরেশ চন্দ বলেন, ‘‘ব্র্যান্ড হিসেবে দর্শকের কাছে পৌঁছতে আমরা নিত্যনতুন উদ্যোগ নিই। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার সঙ্গে আমাদের পার্টনারশিপ গ্রাহকদের স্মরণীয় অভিজ্ঞতালাভের মাধ্যমে আনন্দ দেওয়ার চেষ্টা। পাশাপাশি গ্রাহকের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিও আমাদের লক্ষ্য।’’
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের চিফ কমার্সিয়াল অ্যান্ড মার্কেটিং অফিসার লিয়েন্দ্রো পিটারসেনের গলায় উত্তেজনা, ‘‘ভারতে আঞ্চলিক স্পনসর হিসেবে বিঙ্গো এবং ইপ্পিকে স্বাগত জানাতে পেরে আমরা রোমাঞ্চিত। দেশ কালের সীমানা অনায়াসে টপকে যেতে পারে ফুটবল। আমরা নিশ্চিত যে এই পার্টনারশিপ শুধু ভারতে খেলাধুলোর প্রতি ভালবাসাকে বাড়িয়ে তুলবে তাই নয়, অনুরাগীদের অনন্য অভিজ্ঞতালাভের সুযোগও এনে দেবে।’’
প্রসঙ্গত, ইপ্পি G.O.A.T (গ্রেটেস্ট অফ অল টাইম) প্রোমো চালু করেছে, এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সাইন আপ করে নিজেদের ইপ্পি শেয়ার করতে হবে! বিজয়ীরা পেয়ে যাবেন, আর্জেন্টিনা ফুটবলারদের অটোগ্রাফ করা জার্সি, পার্সোনালাইজড ডিজিটাল স্মারক, এএফএ-এর পণ্য এবং আরও অনেক কিছু।