শুভমান গিল ও রোহিত শর্মা বর্তমানে ভারতের নির্ভরযোগ্য ওপেনিং জুটি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছেন। এর মধ্যেই গিলকে ওডিআই দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, যা ভবিষ্যতের দিক নির্দেশ করছে। অন্যদিকে, রোহিতের বয়স এবং ফর্ম নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে। বিশেষ করে ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপকে সামনে রেখে, যেটি অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে।
advertisement
এই প্রেক্ষাপটে অ্যাডিলেডে ভারতের প্র্যাকটিস সেশনে রোহিত ও জয়সওয়ালকে একসঙ্গে দেখা গেছে। রোহিত জয়সওয়ালের ব্যাট হাতে নিয়ে কিছু শ্যাডো প্র্যাকটিস করেন এবং তরুণ এই ব্যাটারকে কিছু টিপস দেন। তাদের এই মুহূর্ত ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে এবং অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন তাহলে শিগগিরই কি জয়সওয়াল প্রথম একাদশে সুযোগ পাবেন।
ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটক ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে বলেন, “সে স্কোয়াডে আছে, অনুশীলন করছে এবং তার মতো তরুণরা জানে তাদের সময় আসবে। প্রস্তুতি ঠিকঠাক রাখাটাই গুরুত্বপূর্ণ।” তার বক্তব্যে পরিষ্কার, এখনই জয়সওয়ালকে একাদশে দেখা যাবে না, তবে সুযোগ এলে পারফর্ম করাটাই আসল চ্যালেঞ্জ।
আরও পড়ুনঃ IND vs AUS: এক সুযোগেই ইতি! দ্বিতীয় ম্যাচেই ভারতীয় দল থেকে বাদ ২ তারকা! কারা থাকছে একাদশে?
সব মিলিয়ে, রোহিতের ফর্ম ও ভবিষ্যৎ নিয়ে আলোচনার পাশাপাশি জয়সওয়ালের অপেক্ষা এবং সম্ভাবনা ঘিরে চর্চার শেষ নেই। ভারতীয় দলের আগামী সিদ্ধান্তগুলিই নির্ধারণ করবে, ভবিষ্যতের ওপেনিং জুটি কাদের নিয়ে গঠিত হবে।